ক্রিকেটে ফিরছেন শ্রীশান্ত

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারান শ্রীশান্ত ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে আজিবন নিষেধাজ্ঞা পাওয়ার পর সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ৭ বছর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এক সময় জাতীয় দলের হয়ে নিয়মিত মুখ ছিলেন পেসার শ্রীশান্ত। তবে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান তিনি। আজীবন নিষেধাজ্ঞা পাওয়ার পর ইতোমধ্যেই ৬ বছর সাজা ভোগ করে ফেলেছেন তিনি।

এদিকে নিজের শাস্তি কমানোর জন্য ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন বিষয়টিকে পুনর্বিবেচনা করার জন্য। শ্রীশান্তের আবেদনের ভিত্তিতেই তার শাস্তি কমিয়ে ৭ বছর করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিসিসিআইয়ের ন্যায়পাল ডিকে জেইন শাস্তি কমানোর ব্যাপের ঘোষণা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে যে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি সেটা এখন বহাল থাকবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »