নিউজ ডেস্ক »
ক্রিকেটে অসামান্য অবদানের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রতি বছর প্রদান করে থাকে ‘বার্ট সাটক্লিফ’ নামে একটি পুরষ্কার। ২০১৯-২০ মৌসুমের জন্য এই পদকে ভূষিত হলেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ। আজ ২৮ শে এপ্রিল (মঙ্গলবার) নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে ১ম বারের আয়োজিত ভার্চুয়াল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ১ম দিনে এই পুরষ্কারের ঘোষণা করা হয়। গত মৌসুমে এই পুরষ্কার জিতেছিলেন ইয়ন চ্যাটফিল্ড।
এই পদকে ভূষিত হয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ইয়ান স্মিথ। এই পদকটি তিনি তাঁর স্ত্রী লুইসকে উৎসর্গ করেন। এই সময় মিঃ স্মিথ বলেন, “আমি খুব কৃতজ্ঞ। ইতোমধ্যে এই পুরষ্কারটি যারা জিতেছেন তাদের তালিকায় যোগ দিতে পেতে বেশ আনন্দিত আমি।”
“খেলার দিকটি ছিল স্বপ্নের উপলব্ধি। আমার স্পষ্ট মনে আছে স্যার রিচার্ড হ্যাডলির সাথে কাটানো সময়গুলো, পাশে থেকে মার্টিন ক্রোয়ের অসাধারণ ব্যাটিং দেখা।”- সাথে তিনি যোগ করেন।
তিনি আরো বলেন, “আমি টেস্ট ক্রিকেটের প্রতিটা মুহূর্থ ভালবাসি। ব্রেন্ডন ম্যাককালামের ৩০০ রানের ইনিংস আমার মনে চিরজীবন সতেজ থাকবে। সাথে হোবার্ট এবং রস টেইলরের ২৯০, ইংল্যান্ডের বিপক্ষে ইডেন পার্কে নাটকীয় ড্র, এবং অবশ্যই গত বছরের লর্ডসে বিশ্বকাপের ফাইনাল। আমি এই পুরষ্কারটি আমার স্ত্রী লুইসকে উৎসর্গ করছি। সে আমার সফরে ও ক্রিকেটে সবসময় ছায়া হয়ে থাকত। ঐ সময়ে দুর্দান্ত ছিল।”
ইয়ান স্মিথ ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৬৩ টি টেস্ট এবং ৯৮ টি ওডিয়াই ম্যাচে অংশ নেন। তাঁর ১৩৬ বলে ১৭৩ রানের অসাধারণ এক ইনিংস ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডকে খাদের কিনারা থেকে ঠেনে তুলেছিল। অবসরের পর দুই দশক ধরে তিনি শ্রুতিমধুর ধারাভাষ্য উপহার দিচ্ছেন ক্রিকেটপ্রেমীদের।
নিউজক্রিকেট২৪/ এমএস