ক্রিকেটীয় কার্যক্রম শুরুর আগে ভিন্ন চিন্তা বিসিবির

নিউজ ডেস্ক »

দেশে করোনার সংক্রমণের হার দিনের পর দিন বেড়েই চলেছে। ২ দিন আগে থেকে খুলে গেছে সরকারি সহ সব বেসরকারি অফিস। তবে সবকিছু চালু হলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিঁছিয়ে রয়েছে। অবশ্য খেলোয়াড়দের কীভাবে মাঠে ফেরানো যায়, সেটির প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করেছে বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট দল এরই মধ্যে অনুশীলনে ফিরেছে। বিসিবি চোখ রাখছে তাদের সকল কার্যক্রমের দিকে।

এ বিষয়ে প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘যারা অনুশীলনের সময় খেলোয়াড়দের কাছাকাছি বা পাশাপাশি থাকবে বা সম্ভাবনা রয়েছে, এরকম নির্দিষ্ট সংখ্যক কিছু স্টাফ বাঁছাই করে তাদের আমরা বিচ্ছিন্ন করে ফেলার কথা ভাবছি। তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। খেলোয়াড়েদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পরিকল্পনা।’

তিনি আরো জানান, ‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে, মূল মাঠ এবং একাডেমি মাঠে এক সময়ে তিনজন খেলোয়াড় অনুশীলন করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে অনুশীলনে খেলোয়াড়েরর সংখ্যা বাড়বে।

এছাড়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কার ট্রেনিং সেশনে আমরা লক্ষ রাখছি। ওদেরটা ভালো হলে আমরাও সে অনুযায়ী কিছু নির্দেশনা মেনে কাজ শুরু করবো।’

বাংলাদেশ সময়ঃ ১২:৫৫ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »