নিউজ ডেস্ক »
সদ্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া স্পিনার নাসুম আহমেদের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন নাসুম। আজ সকালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাসুমের মা আজ সকাল ৯ টায় সিলেটে মৃত্যুবরণ করেছেন।
২৫ বছর বয়সী নাসুম আহমেদ সিলেট ডিভিশন ক্রিকেট দলের নিয়মিত মুখ। জাতীয় লীগ এবং বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। যদিওবা বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি নাসুমের।