ক্রিকেটার থেকে গায়কে রুপান্তরিত হলেন সিকান্দার!

শোয়েব আক্তার »

ক্রি‌কেট মা‌ঠে নি‌জের অলরাউ‌ন্ডিং পারফম্যা‌ন্স দি‌য়ে ম্যাচে দ‌লের জন্য অবদান রে‌খে আস‌ছি‌লেন পা‌কিস্তা‌নি বংশ‌দ্ভোত ‌জিম্বাবু‌য়ে ক্রি‌কেট দ‌লের সা‌বেক ব্যা‌টিং অলরাউন্ডার সিকান্দার রাজা।জাতীয় দ‌লের বাই‌রে ও বি‌ভিন্ন ক্রি‌কেট লী‌গে ও তি‌নি ছি‌লেন প‌রি‌চিত মুখ।

গেল জুলাই মা‌সে জিম্বাবু‌য়ে ক্রি‌কেট কে আইসি‌সি নি‌ষিদ্ধ কর‌লে অনেকটা অভিমান নি‌য়েই ক্রি‌কেট থে‌কে অবস‌রে চ‌লে যান সিকান্দার রাজা।

এবার অবসর জীব‌নে অন্য সিকান্দার রাজা হ‌য়ে আমা‌দের সাম‌নে আস‌বেন সিকান্দার রাজা।ত‌বে,‌ক্রি‌কেট সং‌শ্লিষ্ট কিছু দি‌য়ে নয়,রাজা এবার প্রকাশ কর‌তে যা‌চ্ছেন গান!‌

সবার কা‌ছে অজানা সিকান্দার রাজার এই প্র‌তিভা’র কথা তি‌নি নি‌জেই টুইট ক‌রে জানি‌য়ে‌ছেন।

নিজের টুইটার অ্যাকাউন্টে গত ৬ ডি‌সেম্বর জিম্বাবুয়ের ড্যান্সহল সেনসেশন এনজো ইশালের সাথে ছবি দিয়ে রাজা জানিয়েছেন, তার মিউজিক ভিডিওটি রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর মুক্তি দেয়া হবে।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী এই ডানহা‌তি অলরাউন্ডার জিম্বাবুয়ের জা‌র্সি গাঁ‌য়ে ১২টি টেস্টে ৮১৮ রান ও ২০ উইকেট, ৯৭টি একদিনের ম্যাচে ২৬৫৬ রান ও ৫৯ উইকেট এবং ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০৪ রান ও ১১ টি উইকেট শিকার ক‌রে‌ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »