ক্রিকেটারদের ‘ম্যাচ ফি’ নিয়ে কী বলছেন সাকিব?

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশ দল যেন এক নাবিকহীন জাহাজ হয়ে গিয়েছে আফগানদের সামনে। একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশ দলের পক্ষে কথা বলছে চট্টগ্রাম টেস্ট। শেষ দিনে বৃষ্টির আশীর্বাদে কিছুটা উঁকি দিয়েছিল ড্রয়ের স্বপ্ন। তবে সূর্যের উঁকিতে যেন থেমে গেছে সব। শেষে ৭০ মিনিট ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটসম্যানরা।

নবীন এই আফনিস্তানের বিপক্ষে হার যেন দেশের ক্রিকেটের ভিত নাড়িয়ে দিয়েছে। একের পর এক হতাশা যেন ভেসে আসছিল সবার কণ্ঠেই। সমালোচনাও কম হজম করতে হয়নি পুরো দলকে।

সমালোচনা যে শুধু দলের পারফরম্যান্স নিয়েই হয়েছে এমন নয়! ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়েও কেউ কেউ বলেছেন কটু কথা। সাকিব জানালেন ক্রিকেটারদের ম্যাচ ফি প্রসঙ্গ নিয়ে। তাছাড়া ক্রিকেটারদের একটি ম্যাচ খারাপ যেতেই পারে বলেও জানিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক।

সাকিবের ভাষ্য, ‘আমি সবসময় বলে এসেছি চেষ্টা থাকে কীভাবে ভালো করা যায়। সবসময় দলের জন্য অবদান রাখতে পারব না এটা স্বাভাবিক। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। আর যদি এমন হয় তাহলে আমাদেরই ম্যাচ ফি বেশি দেওয়া উচিত। কেননা সবসময় যদি কিছু খেলোয়ারই খেলবে তাহলে তাদের ম্যাচ ফি বেশি দেয়া উচিত। আমার এমনই মনে হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »