নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ ভয় পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। গত চার-পাঁচ বছরে দলকে এতোটা ভয় পেতে দেখেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, এমনটাই জানিয়েছেন তিনি।
মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে শুরু করে তরুণ ক্রিকেটাররাও সবাই এবার ঘাবড়ে গিয়েছে বলে মনে করেন পাপন।
সোমবার গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পাপন বলেন, ‘আমি ভাবিনি আমাদের ব্যাটিংয়ের এই অবস্থা হবে। আমাদের সিনিয়র ক্রিকেটারদের থেকে শুরু করে সবাইকেই মনে হচ্ছিল খুব ঘাবড়ে গিয়েছে। ভয় পাওয়াটা এতো বছর তো দেখিনি। চার-পাঁচ বছর আমরা সাহস নিয়ে খেলতাম। এবার কেন যেন মনে হয়েছে আমরা বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। এটা হারের একটি বড় কারণ হতে পারে।’
বিসিবি সভাপতির কথার হুবহু পরিষ্কার চিত্র দেখা গিয়েছে ইন্দোর এবং কলকাতা টেস্টে। দুটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। লড়াই করার মতো বিন্দুমাত্র মানসিকতাও দেখা যায়নি ক্রিকেটারের মধ্যে।
কলকাতা টেস্টে ইনজুরির কারণে ক্রিজে নেমেও বেশিক্ষণ খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস এবং তরুণ স্পিনার নাঈম হাসান। স্কোয়াডের অতিরিক্ত ব্যাটসম্যান সাইফ হাসানও পড়েন ইনজুরিতে। এজন্য মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে বদলি নামাতে হয়েছে বাংলাদেশকে। পরে আবার দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ মাহমুদউল্লাহও পড়েন ইনজুরির ফাঁদে। বড় হারের পেছনে ইনজুরিও একটা কারণ বলে মনে করছেন বোর্ড সভাপতি।
‘ইনজুরি আমাদেরকে বেশ ভালোই ভুগিয়েছে। আপনি যদি দেখেন যে প্রথম ইনিংসে কিছুটা ভালো খেলেছিল লিটন দাস, ভালোই শুরু করেছিলো সে। এরপরই ইনজুরিতে পড়ে গেল সে। তারপরে ওর বদলি যাকে নামানোর কথা ছিল সে (সাইফ) আরো দুদিন আগেই ইনজুরিতে পড়ে গেল। তবে ধারণা ছিল সাইফ খেলার আগেই ফিট হবে। তারপর আগের দিন দেখলাম যে না সে ফিট হয়নি। সেদিক থেকে চিন্তা করলে আমরা যে দুজন কনকাশন করলাম এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’