নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট কিংবা ফুটবল সব খেলারই প্রাণ হিসেবে সমর্থকরা পরিগণিত। ক্রিকেট বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা তবে বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেট নিয়ে ইউরোপ আমেরিকার থেকে ভারত উপমহাদেশের সমর্থকদের পাগলামীটা একটু বেশি। বলা হয়ে থাকে ভারতের পর সবথেকে বড় ক্রিকেট ফ্যানবেজ বাংলাদেশের। কিছু কিছু মানুষ তো আজকাল বলেই বসে বাংলাদেশ যদি চাঁদে গিয়ে ক্রিকেট খেলে আর সেখানে যদি একজন দর্শক থাকে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের।
মাঠে গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দেয়ার পাশাপাশি অনলাইনে সাপোর্ট দেয়া বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। অনলাইন কিংবা অফলাইনে বাংলাদেশ ক্রিকেটকে একনিষ্ঠ ভাবে সাপোর্ট করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নামের অনলাইন গ্রুপ গুলো। এত এত গ্রুপের মাঝে অন্যতম একটি অনলাইন ক্রিকেট গ্রুপের নাম ” ক্রিকেটরঙ “। যারা গত চার বছর ধরে অনলাইন কিংবা অফলাইনে বাংলাদেশের ক্রিকেটের পাশে আছেন । ক্রিকেটের ভালো কিংবা খারাপ সময়ে সর্বদা তাদের সমর্থন ছিলো।
ক্রিকেটরঙ পরিবারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রিকেটরঙ পরিবারের সকল সদস্যদের নিয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় ক্রিকেটরঙ মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেডিও ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান । পেসার আল- আমিন উপস্থিত থাকার কথা থাকলেও মেয়ের অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেন নি তিনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন অনলাইন ক্রিকেটের বিভিন্ন গ্রুপের প্রতিনিধিরা।
কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটরঙ পরিবার সেই সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের গ্রুপে বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা গ্রুপের এডমিন, মডারেটরদেরকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। সেই সাথে আমন্ত্রিত বিভিন্ন গ্রুপের প্রতিনিধিদেরকে দেয়া হয় বিশেষ সম্মাননা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আপনাদের এমন কমিউনিটি দেখে আমি মুগ্ধ। আপনারাই ক্রিকেটের প্রাণ। ক্রিকেট কিংবা ক্রিকেটারের ভালো কিংবা খারাপ সময় আসবেই কিন্তু কাউকে আঘাত করে না লিখে তাকে সাপোর্ট করার চেষ্টা করুন। আপনারা বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে সাপোর্ট করে আসছেন আশাকরি তার ধারা আপনারা অব্যাহত রাখবেন”।
এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সৈয়দ খালেদ আহমেদ। তিনি বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। শুভ কামনা বাংলাদেশ”।
আলোচনা অনুষ্ঠান শেষে এক বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন গ্রুপের বিভিন্ন এডমিন মডারেটর ও কয়েকজন আমন্ত্রিত শিল্পী। Newscricket24 পরিবারের পক্ষ থেকে ক্রিকেটরঙ পরিবারের জন্য শুভেচ্ছা ও অভিন্দন।
অব্যাহত থাকুক আপনাদের ক্রিকেটের প্রতি এই পাগলামিপনা।