নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন পার্থিব প্যাটেল। বুধবার টুইটারে নিজের অবসর ঘোষণা করে দেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান।
টুইটারে তিনি জানান, “সমস্ত ধরনের ক্রিকেট থেকে আজ অবসর গ্রহণ করছি। ১৮ বছর লম্বা ক্রিকেট কেরিয়ারে পর্দা নামিয়ে দিলাম।”
মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। এর পরে টেস্টে আরো ২৫টি ম্যাচ খেলেন টিম ইন্ডিয়ার হয়ে। ৩১.১৩ গড়ে করেছেন ৯৩৪ রান।
আরো ৩৮টি ওডিআই এবং ২টি টি-টুয়েন্টি ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন তিনি। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন।
লম্বা টুইটে এরপরে তিনি আরো জানিয়েছেন, “আমার যাত্রাপথে সাহায্য করার জন্য গুজরাত ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানাই। যেভাবে আমার উপর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এবং যেকোনো ফরম্যাটে জেতায়, তার থেকে বড় আনন্দের অনুভূতি আর কিছুতে হতে পারে না।”
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাত দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০২৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদের মত একাধিক দলে খেলেছেন।
নিউজক্রিকেট / শাহীন