ক্রিকেটকে খুব মিস করছেন মুশফিক!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। সাধারণ জীবন থেকে মানুষ এখন ঘরবন্দী। নিয়মিত জীবনের বদলে বিভীষিকাময় বন্দী সময় পার করছেন সবাই। খেলোয়াড়দেরও একই অবস্থা। যে ক্রিকেটাররা সারা বছর দর্শকদের মাতিয়ে রাখেন  আনন্দ দিয়ে, তাদের এই ঘরবন্দী জীবন কেমন লাগে?

সব কিছুর পরেও তাদের মন পরে থাকে ওই ২২ গজে কিংবা ক্রিকেট মাঠে।  এমনটাই মনে করছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।  পরিবারের সাথে ঘরবন্দী জীবন কাটালেও ক্রিকেটটাকে তিনি খুব মিস করছেন।

দেশে এখন ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ। কবে নাগাদ আবার খেলা মাঠে ফিরবে কেউ জানেনা। পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এমন অবস্থায় মুশফিক নিজের ঘরে থেকেই ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন।  তিনি ফিটনেস ধরে রাখার কাজে নিজের ঘরের বালিশ, সোফা,বোতল, চেয়ার থেকে শুরু করে  নানান জিনিস ব্যাবহার করছেন।

এসবের পরেও তিনি খেলাটাকেই বেশি মিস করছেন। জানান দেশের এক শীর্ষ সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, ‘পরিস্থিতি এমন যে বাসায় থাকতে হবে। বাসায় আছি, বাসায় থেকেই জীবন উপভোগ করার চেষ্টা করছি। নিজের বাসায় ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। বাসায় আসলে এসব কষ্টকর। একগুঁয়ে লাগছে সব। বিভিন্ন কাজ করছি, শ্যাডো ব্যাটিং করছি। এসবের পরেও মাঠের ক্রিকেটকে অনেক মিস করছি।

লম্বা সময় মাঠে খেলা না থাকায় নিজের মনোবলকে শক্ত রাখার চেষ্টা করছেন মুশফিক।  তিনি আরো বলেন, ‘এসময়ে নিজেফ মনোবল ধরে রাখাটা কঠিন কাজ। আমি সেটা চেষ্টা করছি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর খেলা কখন ফিরবে কেউ জানিনা। এমন কোনো নির্দিষ্ট সময় নেই। তাই মনোবল হারাচ্ছিনা।‘

পরিবারের সাথে ভালো সময় যাচ্ছে বলে তিনি জানান, ‘এখন পরিবারকে সময় দিতে পারছি। ভাল কাটছে কিছুটা। তবে আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবো ইনশাআল্লাহ।‘

 

নিউজ ক্রিকেট২৪/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »