ক্রিকম্যাড মু‌জিব জন্মশত বা‌র্ষিকী ক্রি‌কেট টুর্ণা‌মেন্ট শুরু আজ

শোয়েব আক্তার »

হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙ্গা‌লি বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রি‌কেট টুর্না‌মে‌ন্টের উদ্ভোধন হ‌তে যা‌চ্ছে আজ। সকাল নয়টায় নগরীরর রামপুরাস্থ আফতাবনগর এলাকায় “টাইগার স্কোয়াড ” ও “টিম গুগলি” এর মধ্যকার ম্যাচ দি‌য়ে টূর্ণা‌মেন্ট শুরু হ‌বে।

সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেইসবুক ভি‌ত্তিক ক্রি‌কেট গ্রুপ “ক্রি‌কেট ফি‌য়েস্তা” ও “টাইগা‌রিয়ান্স” এর সৌজন্য “ক্রিকম্যাড” টুর্ণামেন্ট‌টির আয়োজন কর‌ছে। এছাড়া টুর্ণা‌মে‌ন্টের সা‌র্বিক সহ‌যোগীতা প্রদান কর‌ছে আরেক ফেইসবুক গ্রুপ “‌ক্রি‌কেট রঙ এবং মি‌ডিয়া পার্টনার হি‌সে‌বে আছে “‌নিউজ ক্রি‌কেট ২৪.কম”। টুর্ণা‌মে‌ন্টের ম্যান  অব ম্যাচ পুরস্কার থাক‌বে “‌ক্রি‌কেট টাইম-ম্যাগা‌জি‌নের” পক্ষ থে‌কে।

টুর্ণা‌মে‌ন্টে সর্ব‌মোট ২৪ টি দল অংশ নে‌বে। দল গু‌লো হল: ক্রি‌কেটখোর, ফ্যানা‌টিক স্পোর্টস, সানলাইট ক্রিকব‌য়েজ, টাইগার স্কোয়াড, টিম গুগ‌লি, ফেনী ব্লাস্টার্স, ক্রি‌কেট রঙ, সাউথ বনশ্রী ইলে‌ভেন, ক্রে‌জি ক্রি‌কেটার্স, বি‌সিএসএ, ব্যাচেলর ক্রি‌কেট টিম, বাংলা টাইগার্স, ক্রিকম্যাড, ম‌তি‌ঝিল ক‌র্পো‌রেট জায়ান্ট, ক্রিকপ্লাটুন, টাইগা‌রিয়ান্স, টিম ক্রি‌কেটার্স ঢাকা, ঢাকা প্লেয়ার্স জোন, ক্রি‌কেট ফি‌য়েস্তা, স্টা‌ম্পো‌র্ডিয়ান ফাইটার্স, ভো‌রের আলো, ম্যাশ ক্লাব, মোল্লারটেক নাইটস ও ক্লাব দ্যা রি‌ক্রি‌য়েশন।

প্র‌তি গ্রু‌পে তিন‌টি দল ক‌রে মে‌াট ৮ টি গ্রু‌পে ভাগ হ‌য়ে দল গু‌লো টুর্ণা‌মে‌ন্টে অংশ নে‌বে। গ্রুপ প‌র্বের ম্যাচ গু‌লো রাউন্ড র‌বিন লিগ পদ্ধ‌তি‌তে হ‌বে এবং গ্রু‌পের সেরা দুই দল নক-আউট প‌র্বের জন্য বি‌বে‌চিত হ‌বে।

টুর্ণা‌মে‌ন্ট সম্প‌র্কে নি‌জে‌দের প্রস্তু‌তির কথা জান‌তে চাই‌লে “‌ক্রিকম্যাড” গ্রু‌পের এড‌মিন ও টুর্ণা‌মেন্ট আয়োজক ক‌মি‌টির প্রধান জনাব কামরুল ইসলাম ফাহাদ জানান, ” জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্ম শতবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে তাঁর স্মৃ‌তির প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে আমরা টুর্ণা‌মেন্ট‌টির আয়োজন ক‌রে‌ছি। ইতোম‌ধ্যে টুর্ণা‌মেন্ট সফল ভা‌বে শুরু কর‌তে সব প্রস্তু‌তি আমরা সম্পন্ন ক‌রে‌ছি। আমরা দৃঢ় ভা‌বে বিশ্বাস ক‌রি, অতন্ত সফল ভা‌বে আমরা টুর্ণা‌মেন্ট‌টি সম্পন্ন কর‌তে পার‌বো।”

আজ থে‌কে শুরু হওয়া টুর্ণা‌মে‌ন্টের প্র‌ত্যেক‌টি ম্যাচ ‘ক্রিকম্যাড’ পেইজ থে‌কে সরাস‌রি সম্প্রচার করা হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »