নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একসময় বাংলাদেশ দলের সবথেকে বড় তারকা ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ফিক্সিং ইস্যুতে পড়াই আর জাতীয় দলে ফেরা হয়নি তার। তবে দলে আশরাফুল না থাকলেও তাকে মনে রেখেছেন অনেকে। সর্বশেষ প্রকাশিত ইএসপিএনক্রিকইনফোর বাছাইকৃত বাংলাদেশের ‘ড্রিম ইলেভেন’ বা স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন তিনি।
আশরাফুল ছাড়াও একাদশে বড় চমক ফিনিশার খ্যাত নাসির হোসেন। একসময় তাকে ভাবা হত বাংলাদেশের সেরা ফিনিশার। সেই নাসির জাতীয় দলের বাইরে থাকলেও ইএসক্রিকইনফোর একাদশে রয়েছে তার নাম।
বাছাইকৃত এই একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের বাকি তিন সদস্য তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন একাদশে।
বর্তমান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাস আছেন একাদশে, যিনি ব্যাটিং ওপেনিংয়ে তামিমের সঙ্গী। পেসারদের মধ্যে মাশরাফি ছাড়াও আছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা দুই স্পিনার মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক।
একনজরে ইএসপিএনক্রিকইনফোর ড্রিম বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।