শোয়েব আক্তার »
ফিটনেস আর পারফম্যান্স নিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না এঞ্জেলা ম্যাথিউসের। সমালোচনায়র তীর চারদিক থেকে ধেয়ে আসছিল বারবার। এবার দূর্দান্ত একটি দ্বিশতক হাঁকিয়ে সব সমালোচনার জবাব একসাথে দিয়ে দিলেন এই সিমিং অলরাউন্ডার।
হারারে তে নিষেধাজ্ঞা কাটিয়ে সাদা পোশাকে ফেরা জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬৮ বল মোকাবেলা করে ও ৬০০ মিনিট ক্রিজে থেকে ২০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেন তিনি।
ডাবল সেঞ্চুরি করতে ১৬ চার ও ৩ ছয় হাঁকান ম্যাথিউস। ম্যাথিউসের ডাবল সেঞ্চুরির উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫১৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় করনারাত্নের শ্রীলঙ্কা।
টেস্ট ক্রিকেটে এর আগে ১৯৩ জন ব্যাটসম্যান সর্বমোট ৩৭৯ টি ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। ১৯৪ তম ব্যাটসম্যান ও ৩৮০তম ডাবল সেঞ্চুরি করার কৃর্তি গড়লেন ম্যাথিউস। এছাড়া শ্রীলঙ্কার হয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে দেশের হয়ে সর্বমোট ৩৪ টি ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা।
তার মধ্যে কুমার সাঙ্গাকারা ১১ টি, মাহেলা জয়বর্ধানে ৭ টি, আতাপাত্তু ৬ টি, সনাৎ জয়সুরিয়া ৩টি, সামারাভিরা ও ডি-সিলভা ২ টি, মাহানামা, কুরুপুউ ও তিলাকারাত্নে দিলশান ১ টি করে ডাবল সেঞ্চুরি করেন।
হারারে টেস্টে ডাবল সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের এই এলিট ক্লাবের সদস্য হয়ে গেলেন সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক।
উল্লেখ্য, টেস্টের প্রথম ইনিংসে ৩৫৮ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৫১৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার চেয়ে ১২৭ রানে এখনও পিছিয়ে আছে জিম্বাবুয়ে। হাতে রয়েছে সব কয়টি উইকেট। হারের টেস্টের শেষ দিয়ে হয়তো অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে ক্রিকেট প্রেমিদের জন্য!