শোয়েব আক্তার »
মাত্র তিনদিন পর পর্দা উঠতে যাচ্ছে টি-২০ ভিত্তিক দেশের ক্রিকেটের সবচেয়ে বড় লীগ বিপিএলের সপ্তম আসরের যার এবারের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
ইতোমধ্যে টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গেলেও ড্রাফটের বাইরে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ থাকায় সব দলই কম বেশি নতুন খেলোয়াড়দের দলভুক্ত করছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার চ্যাডউইক ওয়ালটন কে।চ্যাডউইক ওয়ালটন মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন।
ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত মুখ না হলেও বিভিন্ন বিদেশি লীগে তিনি দাপটের সাথে খেলে চলেছেন।ওয়েস্ট ইন্ডিজের জার্সি গাঁয়ে ২ টি টেস্ট, ৯ টি ওয়ানডে ও ১৯ টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়ালটন।
বিপিএলের আগে আবুধাবিতে টি-১০ লীগে খেলেছেন ওয়ালটন এবং একটি ম্যাচে অর্ধ-শতকের ও দেখা পেয়েছেন!
উল্লেখ্য ওয়ালটন ছাড়াও চট্টগ্রাম দলে রয়েছেন ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল, আরেক ক্যারিবিয়ান কেসরিক উইলিয়ামস ও লেন্ডল সিমন্স, জিম্বাবুয়ের রায়ান বার্ল, পাকিস্তনের ইমাদ ওয়াসিম ও মুসা খাঁন।
এছাড়া দেশিয় তারকা ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান’রা তো রয়েছেন-ই।
সব মিলিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল গুলোকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে তা-ই দেখার বিষয়।