মমিনুল ইসলাম »
২০১৮ সালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তবে দলের করুণ পরিস্থিতি অবসর ভেঙ্গে দলে ফেরার কথা জানিয়েছিলেন ক’মাস আগে। এবার জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে মিললো জায়গা।
আগামী ১৫ জানুয়ারী থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে জায়গা হয়েছপ ৩৬ বছর বয়সী অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও রোভম্যান পাওয়েলের। ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ব্রাভো।
ব্রাভোকে দলে ফিরানোর ব্যাপারে নির্বাচক রজার হারপার বলেন, ‘ ডেথ ওভারে বোলিং ইউনিটে শক্তি বৃদ্ধিতে ব্রাভোকে দলে নেয়া হয়েছে। ডেথ ওভারে বোলিংয়ের রেকর্ডও তাঁরই পক্ষে কথা বলে। পাশাপাশি সে বাকিদেরও দিকনির্দেশনা দিতে পারবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি গ্রানাডায়। সিরিজের আর বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ জানুয়ারি সেন্ট কিটসে।
উইন্ডিজ স্কোয়াড:
কাইরন পোলার্ড ( অধিনায়ক) , এভিন লুইস, লেন্ডল সিমন্স, নিকোলাস পুরান, শিমরন হিটমায়ার, রোভম্যান পাওয়েল, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ব্রেন্ডন কিং,শারফেন রাদারফোর্ড, খারি পিয়েরে, কেসরিক উইলিয়ামস, হেইডেন ওয়ালশ জুনিয়র ।