নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত হলো বাংলাদেশের অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামী এক মাসে বাংলাদেশ জাতীয় দলের আপাতত কোনো সিরিজ নেই। এক মাসের বিরতির পর অর্থাৎ নভেম্বর মাসে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবেন বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাবেন বলে জানান সাকিব। সাকিব বলেন, সিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে আসন্ন ভারত সফরে।
২৪ সেপ্টেম্বর তিন জাতি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যদিও বৃষ্টির কারণে তা ভেস্তে গেছে। ফলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর এ ম্যাচের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব কথা বলার সময় জানান, ‘ভারত সিরিজের আগে সিপিএলে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবো। আমি মনে করি, সেই অভিজ্ঞতা ভারত সফরে কাজে আসবে। আমরা সবাই জানি ভারত সফর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৬টি ম্যাচ অতিবাহিত হয়ে গেছে। বাকী আছে মোটে ৪টি ম্যাচ। সাকিব আল হাসান খেলবেন ক্যারিবিয়ান লিগের পয়েন্টস টেবিলের ৪ নম্বর দল বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। বার্বাডোজ এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ২টি ম্যাচ জিতেছে। আর তাই ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তাদের অবস্থান। সাকিব বার্বাডোজের হয়ে ৪টি ম্যাচে মাঠে নামতে পারবেন।
উল্লেখ্য, বার্বাডোজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। আর এ ম্যাচে বার্বাডোজের প্রতিপক্ষ গ্রিনবার্গো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এ আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।