নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ‘সিপিএল’ ২০১৯ এ হোল্ডার-সাকিবদের কোচ হিসেবে বার্বাডোজে ফিল সিমন্স ছিলেন। তার অধীনে এবারের আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন কে ২৭ রানে হারিয়ে শিরোপা জয় লাভ করে ববার্বাডোজ। শিরোপা জয়ের পর আরো একটি সুখবর পেলেন সিমন্স। উইন্ডিজ দলের প্রধান কোচ হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে।
ফিল সিমন্স পূর্বেও উইন্ডিজ দলের হয়ে কোচিং করিয়েছেন, তাছাড়া জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে ও কাজ করেছেন তিনি। আইরিশদের সফল কোচদের একজন তিনি। ২০১৬ টি-টুয়ান্টি বিশ্বকাপ জয়ী উইন্ডিজ দলের কোচ ছিলেন তিনি। উইন্ডিজের এ সাবেক ক্রিকেটার একজন সফল কোচ তা বলাই যায়।