ক্যাম্প শুরু যথাসময়ে, ক্রিকেটাররা চাইলে আসতে পারে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। তবে গতকাল (২১ অক্টোবর) ক্রিকেটাররা ১১দফা দাবি করে। আজ এ প্রেক্ষিতে বৈঠক করে বিসিবি। বৈঠকে ক্ষুব্ধ প্রকাশ করেন বিসিবি সভাপতি।

তবে ক্রিকেটারদের সাথে সমঝোতা ছাড়াই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘নির্ধারিত সময়ে শুরু হবে ভারত সফরের প্রস্তুতি অর্থাৎ অনুশীলন ক্যাম্প’।

বিসিবি সভাপতি বলেন, আগামীকাল (২৩ অক্টোবর) থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। এছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ অক্টোবর থেকে শুরু হবে ভারত সফরের প্রস্তুতি, যেখানে টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা যোগ দেবার কথা রয়েছে।

তিনি আরো জানান, ‘ক্যাম্পে ক্রিকেটাররা আসবেন কি না- সেই বিষয়টি খেলোয়াড়দের উপরই ছেড়ে দিয়েছি। আর সেই সাথে জানিয়েছেন, ক্রিকেটাররা চাইলে যেকোনো সময় তাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বোর্ড’। তবে নির্ধারিত সময় ক্যাম্প শুরু হবে।’

তার পর বোর্ড সভাপতি বলেন, ‘খেলোয়াড়রা যদি খেলতে না চায়, খেলবে না! দাবি আমাদের কাছে পেশ না করে, দাবি পূরণের সুযোগ না দিয়ে খেলা বন্ধের বিষয় কীভাবে আসে! এটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাদের ধর্মঘট আমার কাছে অবিশ্বাস্য হচ্ছে বলে মনে করেন তিনি।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নভেম্বর ভারত সফর করবে, যেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। তবে দেখার পালা ক্রিােটাররা কি করেন। সমোঝোতা ছাড়াই ক্রিকেটে ফিরে আসেন কিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »