সাজিদা জেসমিন »
রাত পোহালেই নতুন প্রহরে শুরু হবে বিপিএল ধামাকা। যার এবারের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল নামে। আয়োজনসহ পরিচালনা কার্য সবই বিসিবির হাতে। কিন্তু বিপিএল শুরুর পূর্বেই দেখা দিয়েছে নানান অসন্তোষ। সালমান-ক্যাটরিনা শো এ-র কারণে কয়েকদিন যাবৎ মাঠ পরিচর্যা বন্ধ ছিলো। আর এতেই ঘটেছে বিপত্তি। ছোট্ট মাঠে তিন-চারটি দলের অনুশীলনে অতিষ্ঠ হয়ে উঠেছেন দলগুলোর বিদেশি ক্রিকেটার,কোচ।
হঠাৎ কোন আসর আয়োজনের মতো মঙ্গলবার সন্ধায় হয়ে গেছে ক্যাপ্টেনস ফটো সেশন। মিরপুর একাডেমী মাঠে এই ফটো সেশনে দেখা যায়নি ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নবীকে। ট্র্যাফিক জ্যামের কারণে ফটোসেশনে আসতে পারেননি । ট্রফিকে সামনে রেখে ক্যাপ্টেনস ফটো সেশনের কোন পরিকল্পনাই ছিল না বিসিবি’র।
একাডেমী মাঠে সন্ধায় অনুষ্ঠিত এই ক্যাপ্টেনস ফটোসেশনে উপস্থিত ছিলেন খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদউল্লাহ রিয়াদ,সিলেট থান্ডারের মোসাদ্দেক হোসেন সৈকত, রাজশাহী রয়্যালসের আন্দ্রে রাসেল, কুমিল্লা ওরিয়র্সের দাসুন সানাকা, ঢাকা প্লাটুনের প্রতিনিধি মুমিনুল হক।