নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার সবশেষ বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১৫ সালে নিজের শেষ বিশ্বকাপে দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়ে বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। তবে মাঠের খেলাকে না বদলেও মাইক্রোফোন হাতে প্রায়ই তাকে দেখা যায় ধারাভাষ্য কক্ষে।
তবে তার ব্যস্ততা যে কেবল ক্রিকেট নিয়ে এমনটা না। নিজেকে ব্যস্ত রাখতে হয় স্কিন অপারেশনেও। এর কারণ হলো স্কিন ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। আর এর জন্য প্রায়ই শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঁচির ছোঁয়া লাগাতে হয়। কিন্তু ক্লার্কের এই গল্পটা অনেকেরই অজানা।
প্রথমবার স্কিন ক্যান্সার ধরা পড়ে ২০০৬ সালে। সেই সময় থেকেই কয়েকদিন পর পর ডাক্তারের চেম্বারে ঢু মারতে হয়। ৩৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই কিংবদন্তী তাঁর কপালের একটি জায়গা ছেটে ফেলার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন। আর এই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সবাইকে নিরাপদে থাকতে বলেছেন সাবেক এই ক্রিকেটার।
মাইকেল ক্লার্ক একটি পোস্টে লিখেন, “আরও একটি দিন আজ। মুখ থেকে “স্কিন ক্যান্সার” সরানোর দিন আবার এসেছে। তরুণদের উদ্দেশ্যে বলছি যখন বাইরে যাবে নিশ্চিত হয়ে নিতে হবে সূর্যের সুরক্ষা রাখতে পারবে কি না”।
প্রসঙ্গত, সূর্যের অতি বেগুনি রশ্মিই মূলত স্কিন ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। রোদ শরীরের জন্য ভালো হলেও অনেক সময় খারাপ কারণও হয়ে থাকে। অতিরিক্ত রোদকে এড়িয়ে চলাই মঙ্গল।