কোয়াবের দায়িত্ব ছাড়ছেন দুর্জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় পদত্যাগ করছেন। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাথে জড়িত ছিলেন তিনি। অবশেষে কোয়াবের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন নাঈমুর রহমান দুর্জয়।

গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা মোট ১১ টি দাবী জানিয়ে দাবি মেনে নেওয়ার আগে পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকার কথা জানিয়েছেন। ১১ টি দাবীর একটি ছিলো কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়ের পদত্যাগ। ক্রিকেটারদের এমন চাপের মুখে দায়িত্ব ছাড়তে চলেছেন দুর্জয়।

কোয়াবের এখন যে কমিটি রয়েছে তার মেয়াদ শেষ হয়েছে আরো ৬-৭ মাস আগে। ২০০৮ সালে যে কমিটি গঠন করা হয়েছিলো এখনো আছে সেটাই। তবে মাঝে নির্বাচন হলেও কমিটিতে আসে নি কোন রদবদল।

গতকাল ক্রিকেটার নাঈম ইসলাম দাবি করেন কোয়াবের মূল কাজ ক্রিকেটারদের দাবিদাওয়া ও অধিকার পূরণে এগিয়ে আসা কিন্তু বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রিকেটারদের পাশে পাওয়া যাচ্ছে না। কোয়াবের প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিটির পদত্যাগ দাবি করেন এবং নিজেরা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন।

প্রথম পদত্যাগ করতে অনাগ্রহী হলেও এখন পদত্যাগ করার কথা বলছেন বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের চাপের মুখে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেন দুর্জয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »