ডেস্ক রিপোর্ট »
বর্তমান ক্রিকেট বিশ্বে নাম্বান ওয়ান ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সেরা এতে দ্বিমত নেই কারোরই। শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করার কারণে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দলের সতীর্থদের থেকে তো বটেই, চৌকস এই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ থাকেন প্রতিপক্ষের ক্রিকেটাররাও।
শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের সিরিজের প্রথম ওয়ানডে। আর এই সিরিজকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়া দলপতি অ্যারন ফিঞ্চ। এ সময় নিজের দল সম্পর্কে বোলার পাশাপাশি কোহলির ভূয়সী করেছেন অজি দলপতি।
কোহলির প্রশংসায় পঞ্চমুখ ফিঞ্চ। তাঁর মতে কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে ফিঞ্চ বলেন,”কোহলির রেকর্ড সমতুল্য দ্বিতীয় কেউ নেই। আমাদেরকে তাকে কিভাবে দ্রুত আউট করা যায় সেদিকে বিশেষ কৌশলী হতে হবে। ওয়ানডেতে সম্ভবত কোহলিই সর্বকালের সেরা খেলোয়াড়।”
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯.৪০ মিনিটে প্রথম ওয়ানদের মধ্য দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।