নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রায়ান টেন ডেসকাট নামটা অনেকের কাছেই হয়তো অপরিচিত আবার কারও কারও কাছে বেশ পরিচিত নাম। যারা শুধু বড় দল গুলোর খেলার খবর রাখেন তাদের কাছে অবশ্য একটু অপরিচিত লাগতে পারে তবে যারা খেলার সর্বাঙ্গিন খোঁজখবর রাখেন তারা তাকে ভালো করেই চিনেন। নেদারল্যান্ডসের হয়ে সবসময়ের জন্য সেরা পারফর্মার তিনি। আইপিএল,বিপিএল সহ বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লীগে নিয়মিতই খেলেন তিনি। বলা যেতে পারে ছোট দলের এক বড় তারকা। ছোট দলের তারকা হয়েও এবার টেক্কা দিয়েছেন বড় দলের তারকাদের।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম নিঃসন্দেহে এসময়ের সেরা ব্যাটসম্যানদের মাঝে সেরা দুইজন ব্যাটসম্যান। তবে তাদেরকে এবার টেক্কা দিয়েছেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট।
ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো ওয়ানডেতে সর্বনিম্ন এক হাজার রান করা ব্যাটসম্যানদের গড়ের একটি তালিকা প্রকাশ করেছে। বিরাট কোহলি ও বাবর আজমদের পিছনে ফেলে সবার উপরে জায়গা দখল করেছেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট। আর তাতেই অনেকে কোহলি বাবরদের থেকে টেন ডেসকাটকে সেরা ব্যাটসম্যানের আখ্যা দিচ্ছে।
সবার উপরে থাকা রায়ান টেন ডেসকাটের ওয়ানডেতে ব্যাটিং গড় ৬৭ আর দুই ও তিন নম্বরে থাকা কোহলি ও বাবরের ব্যাটিং গড় যথাক্রমে ৬০.৩১ ও ৫৫.৫৪ । ডেসকাটকে এগিয়ে রেখে যারা কোহলি আর বাবর আজমের সমালোচনা করেছেন তাদের হয়ে ক্ষমা চেয়েছেন টেন ডেসকাট নিজেই। টেন ডেসকাটের চোখে কোহলি – বাবররাই সেরা ব্যাটসম্যান।