কোহলি ও সল্ট ঝড়ে চ্যাম্পিয়নদের হারিয়ে আইপিএল শুরু ব্যাঙ্গালুরুর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্কে ৭ উইকেটে হারিয়েছে রজত পতিদারের দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালুরু। শুরুটা ভালো হয়নি কলকাতার। প্রথম ওভারেই দলীয় ৪ রানে কুইন্টন ডি কক (৪) ফিরে যান প্যাভিলিয়নে। দ্বিতীয় উইকেটে সুনিল নারাইন ও অধিনায়্ক আজিঙ্কা রাহানে ৫৫ বলে ১০২ রানের জুটি গড়ে দরকে বড় সংগ্রহের পথ দেখান। নারাইন ২৬ বলে ৪৪ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

ফিফটির দেখা পাওয়া রাহানে ৩১ বলে ৫৬ রান করে দলীয় ১০৯ রানে আউট হন। এরপরই হয় ছন্দপতন। ব্যাঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে পারেনি কলকাতা। আঙ্কৃশ লাঘুভানসির ২২ বলে ৩০ রানে ইনিংসে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে তারা। ব্যাঙ্গালুরুর ক্রুনাল পান্ডিয়া ৩টি ও জশ হ্যাজালউড ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৫ রান যোগ করেন ফিল সল্ট ও ভিরাট কোহলি। সল্ট ৩১ বলে ৫৬ রান করে আউট হন। দেবদূত ১০ রান করে ফিরে যান। রজত পতিদার ১৬ বলে ৩৪ রান করে আউট হন দলীয় ১৬২ রানে। ফিফটি তুলে নেন কোহলি। ১৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৭ তুলে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালুরু। কোহলি ৩৬ বলে ৫৯ ও লিভিংস্টোন ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

 

আরএ /নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »