কোহলির সাথে খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে শোয়েবের!

নিউজ ডেস্ক »

ভারতের অধিনায়ক ভিরাট কোহলি এসময়ের ক্রিকেটের সেরা একজন ব্যাটসম্যান। ম্যাচের পর ম্যাচে ভাঙেন একেক রেকর্ড। ইতিমধ্যে ভেঙেছেন অনেক কিংবদন্তীর রেকর্ড। কোহলির সম্ভাবনা আছে তারই দেশের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার। ক্যারিয়ার শেষ করার আগেই ইতিমধ্যে সেরাদের কাতারে উঠে গেছেন কোহলি।

ভারত পাকিস্তান দ্বন্দ্ব সবার অজানা নয়। মাঠ ও মাঠের বাইরে তাদের দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু ভারতের ভিরাট কোহলির সাথে খেলতে না পারাটা আক্ষেপের, বলছেন পাকিস্তান স্পিড স্টার শোয়েব আখতার।

তিনি মনে করেন ভিরাট কোহলির সাথে খেলতে পারলে তারা বন্ধু হতে পারতেন ভালো। সেটা একদল হোক কিংবা প্রতিপক্ষ দল। সেটা না হওয়ার আক্ষেপ আছে শোয়েবের। এই নিয়ে শোয়েব আখতার বলেন, ‘কোহলি আর আমি একসাথে খেললে ভালো বন্ধু হতে পারতাম। সে আর আমি প্রায় একই। কারণ আমরা দুজনেই পাঞ্জাবি। তার মন অনেক বড়। সে আমার বয়সে ছোটো হলেও তাকে আমি মন থেকে সম্মান করি।’

এমন সময় প্রশ্ন আসে, যদি এই দুই সেরা খেলোয়াড় একে অপরের মুখোমুখি হতেন তাহলে কি হত? জবাবে শোয়েব বলেন, ‘আমি কোহলির দিকে তাকিয়ে বল করতাম। আমরা মাঠে প্রতিপক্ষ থাকতাম। তাকে বল করে বুঝিয়ে দিতাম হুক কিংবা কাট করা তেমন সহজ না।’

বাংলাদেশ সময়ঃ ২:০৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »