https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাম্প্রতিক সময়ে ভারত জাতীয় ক্রিকেট দলের অন্যতম আলোচিত ইস্যু ছিল অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বন্দ্ব। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভারতীয় দলের এক ক্রিকেটারের সাথে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলছেন নেটিজেনরা। এবার কোহলির নগ্ন হস্তক্ষেপের শিকার স্পিন বোলিং অলরাউন্ডার রবি চন্দ্রন অশ্বিন!
ভারত দল বর্তমানে সফর করছে উইন্ডিজ। উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সাইড বেঞ্চে বসে সময় পার করতে হচ্ছে রবি চন্দ্রন অশ্বিনকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট-বল দুই দিক থেকেই ইতিপূর্বে সফলতার ছাপ রাখা অশ্বিনকে একাদশে না রাখায় ক্ষুব্ধ অনেক ভারতীয় সমর্থকরাই।
এতো গেল সমর্থকুদের কথা। এবার আসা যাক সাবেক ভারতীয় গ্রেট সুনিল গাভাস্কারের কথায়। তিনি তার সত্যায়িত টুইটার একাউন্টে একটি টুইটে বলেন, ‘অশ্বিনের সাথে কি হচ্ছে? কোহলি এবং তার মধ্যে পরিস্কারভাবেই দূরত্বটা দেখা যাচ্ছে?’
উইন্ডিজের বিপক্ষে মাত্র ১১টি টেস্ট ম্যাচ খেলেই অশ্বিন বল হাতে ৬০ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৫২ রান। এমন ঝাঁঝালো পারফরম্যান্সের পরও কেন সাইডবেঞ্চে অশ্বিন?
গাভাস্কার আরও বলেন, ‘এমন রেকর্ডের একজন আলাভাবে উইন্ডিজের বিপক্ষে যার এমন রেকর্ড সে একাদশেই সুযোগ পাচ্ছে না!। এটা আশ্চর্যজনক ও বিস্ময়কর!