ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ লড়াই করেও ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট শেষে মেহেদী হাসান মিরাজকে জার্সি উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে দারুণ ছিলেন মেহেদী। ৫ উইকেট শিকার করেও দলকে জেতাতে পারেননি এ অলরাউন্ডার। তবে দল হারলেও দারুণ এক উপহার পেয়েছেন তিনি। টেস্ট শেষে মেহেদী হাসান মিরাজকে ডেকে ভারতের ওয়ানডে একটি জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি।
মূলত ওয়ানডে সিরিজ চলাকালে কোহলির কাছে জার্সি চেয়েছিলেন মিরাজ। তার সেই চাওয়াই পূরণ করেছেন কোহলি। ভারতের ওয়ানডে জার্সির পেছনের অংশে নিজের অটোগ্রাফ দিয়ে কোহলি লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’
কোহলির দেওয়া জার্সি উপহার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন মিরাজ। তিনি লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন বিকেলে দারুণ বোলিংয়ে তিন উইকেট শিকার করেছিলেন মিরাজ। এর মধ্যে কোহলির উইকেটও নিয়েছেন তিনি। চতুর্থ দিনের সকালে আরও দুই উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। সব মিলিয়ে ৫ উইকেট শিকার করেছেন মিরাজ।
এস.আর/নিউজক্রিকেট২৪