কোন তরুণ ক্রিকেটার যেন আমার মত ভুল না করে : সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একজন সাকিব আল হাসান মানেই লাল সবুজের বাংলাদেশ। একজন সাকিব আল হাসানেই বিশ্ব জয়ের সপ্ন দেখে কোটি কোটি বাঙ্গালী। আর সেই সাকিবই কি না আইসিসির নিয়ম লঙ্গন করাই ১ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন। তিনি নিজে কোন ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন না তবে তার ভুলটা ছিলো অন্য জায়গাতে। গত দুই বছর আগে এক জুয়াড়ির কাছে থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে পরোক্ষনে নাকচ করে দেন সাকিব আল হাসান।

জুয়াড়ির প্রস্তাব নাকচ করলেও জুয়ারির এমন প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোর কারনে পড়তে হলো শাস্তির মুখে। এছাড়াও গত বছর নিজেদের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজের মাঝেও পেয়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব। সে কথাও আইসিসিকে জানানো হয়নি আর তাতেই কি না শাস্তির মুখে পড়তে হলো। সব অভিযোগ প্রমাণিত হয়েছে আর সাকিব তা মেনেও নিয়েছে।

আইসিসির নিষেধাজ্ঞাকে মেনে নিয়েছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা মেনে নিয়ে সাকিব আল হাসান বলেন, ‘ক্রিকেটকে এত ভালোবাসি আর ক্রিকেট থেকেই নিষেধাজ্ঞায় থাকতে হবে এটা মেনে নেয়া কষ্টকর। আমাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলো কিন্তু আমি এটা আইসিসিকে তাই আমি এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছি। আকসু ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমি সে নিয়মটা রক্ষা করতে পারেনি।’

এছাড়াও সাকিব আরও বলেন, ‘বিশ্বের সকল ক্রিকেটার ও সমর্থকদেট মত আমিও চাই ক্রিকেট দুর্নীতিমুক্ত থাকুক। আকসুর সাথে আমি তাদের সকল কর্মকান্ডের সাথে জড়িত থাকতে চাই। সবার উদ্দেশ্যে বলতে চাই, তরুণ কোন ক্রিকেটার যেন আমার মত এমন ভুল করে না বসে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »