কোচ হতে লেভেল-৩ কোচিং করতে যাচ্ছেন আশরাফুল

স্টাফ রিপোর্টার »

খেলোয়াড়ি জীবন শেষে পুরোদস্তুর কোচ হতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এদিকে যেহেতু খেলোয়াড়ি জীবনের ইতি প্রায় ঘটতেই চলেছে, তাই আগেভাগে কোচিং ক্যারিয়ারের প্রস্তুতির জন্য মাঠে নামছেন আশরাফুল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৬শে মে পা রাখছেন লেভেল-৩ কোচিং করার জন্য।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুলের আহবানে সাড়া দিয়ে আবুধাবিতে যাচ্ছেন আশরাফুল। এই লেভেল-৩ কোচিং-এর আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এই কোর্সের দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল নিজেই। এছাড়াও তার সাথে রয়েছেন রস টার্নার, অ্যালেন ক্যাম্পবেল এবং ইকবাল সিকান্দার।

ইতোমধ্যে লেভেল-২ কোচিং সম্পন্ন করা আশরাফুল তার আবুধাবি ভ্রমণ সম্পর্কে জানান, ‘২৫ বছর খেলার অভিজ্ঞতা আর কোচিং ভিন্ন ব্যাপার। একদম শুণ্য থেকে শুরু করতে হয়। খেলা আর কোচিংয়ের মোমেন্ট ভিন্ন। ৬ দিনের জন্য শিখতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। ‘

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »