কোচের বদলি জীবনের অংশ বললেন জাহানারা

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচ জৈনের বিদায়ের পর ফাঁকা হয়ে আছে যায়গাটি। করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় নতুন কোচ নিয়োগে তাড়া নেই বিসিবিরও। তবে এভাবে কোচ বদলি হওয়া নতুন কিছু নয় জাতীয় দলের পেসার জাহানারা আলমের। পেশাদার জীবনে এটা স্বাভাবিক ঘটনা বলেই জানান তিনি।

২০১৮ সালে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন আঞ্জু জৈন এবং দেবিকা পালশিখর। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চুক্তির মেয়াদ ছিলো তার। তবে গত বিশ্বকাপে নারী দলের ভরাডুবির পর মেয়াদ বাড়াতে আগ্রহ প্রকাশ করেনি বিসিবি। তাই এবার ভারতীয় ক্রিকেটার আঞ্জু জৈনের অধ্যায় শেষ হলো। তবে এ নিয়ে সেভাবে প্রতিক্রিয়া নেই পেসার জাহানারা আলমের। এটা জীবনেরই অংশ। সম্প্রতি এক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন জাহানারা আলম।

জাহানারা বলেন, ‘এতো বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কোচ এসেছেন, গিয়েছেন, আবার আগামীতে আসবেন। আমরা ক্রিকেটাররাও একটা সময় থাকবো না, খেলোয়াড়রা রিপ্লেস হবে। এখানে কেউই স্থায়ী নয়। প্রত্যেকটা কোচ যাওয়ার পরে কিছুটা সময় খারাপ লাগে, আবার নতুন যিনি আসেন, তাকে আমরা বরণ করে নেই। তাদের সঙ্গে সমণ্বয় করে, পরিকল্পনা করে খেলার চেষ্টা করি। এটা ক্রিকেটেরই একটা অংশ হিসেবে বলা যেতে পারে।’

চাকরি ছেড়ে এবার নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে নারী দলের কোচের দ্বায়িত্ব পেয়েছেন আঞ্জু। ভারতের বারোদা নারী দলের কোচ হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন তিনি। সহকারী হিসেবে আছেন দেবিকা পালশিখর।

নিউজ ক্রিকেট/কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »