https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোকে। অবশ্য ডোমিঙ্গো হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফের সর্বশেষ প্রোটিয়া কোচ সংযোজন। হেড কোচ নিয়োগ দেয়ার আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ রয়েছেন নেইল ম্যাকেঞ্জি। পেস বোলিং বিভাগে কোর্টনি ওয়ালশের বদলে নেয়া হয়েছে চার্ল ল্যাঙ্গেভেল্টকে। এখানেই শেষ নয় ফিল্ডিং কোচ রায়ান কুকও প্রোটিয়া।
বাংলাদেস দলের বরতমান কোচিং স্টাফ যেন দখলে নিয়েছে পুরো প্রোটিয়ারা। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ব্যতীত বাকিরা সুবাই যখন ডোমিঙ্গোর স্বদেশী তখন স্বভাবতই আলাদা উচ্ছ্বাস কাজ করার কথা তার মধ্যে।
ইএসপিএনকে দে এক সাক্ষাৎকারে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘একটা দারুণ ম্যানেজমেন্ট হবে তাদের সাথে মিলে। চার্ল ল্যাঙ্গেভেল্ট একজন দারুণ পেস বোলিং কোচ। রায়ান কুকের কাজও খুব ভালো। সে আলাদা পরিকল্পনা করে ফিল্ডিং নিয়ে। নেইল ম্যাকেঞ্জিও একজন অসাধারণ মানুষ।’
‘আমি মঙ্গলবার আসছি। টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যদের ব্যাপারে আস্তে আস্তে জেনে যাব। যেখানে ঘাটতি রয়েছে তা পূরণ করার চেষ্টা করবো। তবে এখন এই তিন জনের সাথে কাজ করতে মুখিয়ে আছি আমি।’– বলেন রাসেল