নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ও বক্সিং ক্যারিয়ারের পর এবার ক্যারিয়ার আরও একটি নতুন অধ্যায় শুরু করছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। ইংল্যান্ড লায়ন্সের (‘এ দল’) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শুরু হবে তার নতুন পথচলা।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর গত বছর ফের ক্রিকেটে ফেরেন ফ্লিনটফ। এরই মধ্যে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই পেস অলরাউন্ডার।