মমিনুল ইসলাম »
ভারতীয় জার্সিতে খেলেন না অনেক দিন হলো। বেশ আগেই পারফরম্যান্স ও নানাবিদ কারনে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। আর এবার পাকিয়েছেন বেশ বড় কান্ড। নিজের দলের বোলিং কোচকে গালি দেয়ায় দল থেকে বাদ পড়লেন অশোক দিন্দা।
এখন চলছে ভারতের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলছেন অশোক দিন্দা। বাংলা দলের গুরুত্বপূর্ণ একজন পেসার দিন্দা। অন্ধপ্রদেশের বিপক্ষে মাঠে নামবে বাংলা। তার সে ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলার ক্রিকেটাররা। তবে অনুশীলন চলাকালীন কোচকে গালিগালাজ করায় তাকে ছাড়াই অন্ধপ্রদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলা দল।
গত মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) অন্ধপ্রদেশের বিপক্ষে ম্যাচ রেখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুশীলন করছিলো বাংলা দল। অনুশীলনের ফাঁকে ভিডিও বিশ্লেষককে নিয়ে একান্ত আলোচনা করছিলেন বোলিং কোচ রণদেব বসু। তাদের এই একান্ত আলোচনা দেখে হঠাৎই সন্দেহপ্রবণ ভাবে রেগে যান অশোক দিন্দা। তিনি মনে করেছিলেন তাকে নিয়ে তারা তার অগোচরে আলোচনা করছিলেন। এটা ভেবেই কোচকে গালিগালাজ শুরু করেন দিন্দা। তবে দিন্দার সাথে উত্তেজিত হতে দেখা যায়নি রণদেবকে। বেশ ঠান্ডা মাথায়ই তখনকার পরিবেশটা সামলে নেন তিনি।
দিন্দার এমন অসদাচরণের পর তার ভুল শোধরাতে সময়ও বেঁধে দেয়া হয় কিন্তু তাতে কোম কাজে আসেনি। মঙ্গলবার বিকাল অবদি তাকে সময় দেয়া হয়েছিলো ক্ষমা চাইতে কিন্তু তাতে তিনি অস্বীকৃতি প্রদান করলে তার খেসারতও দেয়া হয়। খেসারত হিসেবে পরের ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন।