শোয়েব আক্তার »
বর্তমান সময়ে ফুটবলের সেরা খেলোয়াড় কে এমন প্রশ্নে ভক্ত সমর্থক’রা একাধিক ভাগ হয়ে গেলেও ক্রিস্তিয়ানো রোনালদো যে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় তা নতুন করে বলার কিছু নেই।অপর দিকে ক্রিকেটে যে কয়জন কে মহাতারকা মনে করা হয় তার মধ্যে বিরাট কোহলি ই যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তা বলা বাহুল্য।
বিশ্বে ফুটবল ও ক্রিকেটের আবেদন ভিন্ন হলেও এই দুই মহাতরকা কে একই সুতোয় বেঁধে ফেলেছেন ক্যারিবিয় কিংবদন্তি ব্রায়ান লারা।ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, কোহলিই ক্রিকেটের রোনালদো।
নিজের প্রতিভা,পরিশ্রম ও নিবেদন দিয়ে যেভাবে নিজেকে সময়ের সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন রোনালদো, প্রতিদিন-ই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়,কোহলির মাঝেও সেই একই ছাপ দেখেন লারা।পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবিয়ান গ্রেট তাঁর ভাবনার কারন ব্যাখ্যা করতে গিয়ে বলেন,
‘আমি মনে করি, এটির একটা বড় কারণ, প্রস্তুতির পাশাপাশি বিরাটের যে নিবেদন। আমার মনে হয় না, লোকেশ রাহুল বা রোহিত শর্মার চেয়ে বেশি প্রতিভাবান সে। তবে নিজেকে উপযুক্ত করে প্রস্তুত করে তুলতে ওর নিবেদনের কোনো জুড়ি নেই। আমার মতে, সে ক্রিকেটে ক্রিস্তিয়ানো রোনালদোর সমার্থক।বিরাটের ফিটেনস ও মানসিক শক্তি অবিশ্বাস্য।’
ব্রায়ান লারা নিজে ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন।ক্যারিবিয় এই তারকা নিজে মুগ্ধ কোহলিতে। তার মনে করেন,ক্রিকেট ইতিহাসের যে কোনো যুগে, যে কোনো দলে জায়গা পাওয়ার সামর্থ্য আছে কোহলির। এমনকি সত্তুরের দশকে ক্লাইভ লয়েডের সেই বিখ্যাত দল কিংবা ১৯৪৮ সালে স্যার ডন ব্র্যাডম্যানের সেই অপরাজেয় দলেও ঢুকে যেতে পারেন কোহলি।
‘তার ব্যাটিং দক্ষতা অবিশ্বাস্য। সে এমন একজন, যাকে কোনো যুগেই বাইরে রাখা যেত না। সব সংস্করণেই পঞ্চাশের বেশি গড়, এমন কিছুর নজির আর আছে বলে মনে হয় না।’