https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কা এক বারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে ছিলো রানার্সআপ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অবসরে শ্রীলঙ্কা দলটি অনেকটাই খেই হারিয়ে ফেলেছে। একসময়ের শ্রীলঙ্কা দলে তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা এদের নিয়ে বেশ দাপটের সঙ্গে খেলতো শ্রীলঙ্কা। কিন্তু দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনের অবসরের পর দলটা যেন হারিয়ে খুঁজছে। এশিয়া কাপ, দ্বিপাক্ষিক সিরিজ কোথাও যেন সাফল্যের হাতছানি আর আগের মতো ডাকতে চায় না লঙ্কানদের। তবে দলটা মাঝে মধ্যে বেশ ভালোই পারফরম্যান্স করে। এই বিশ্বকাপের আগে আন্ডারডগ হিসেবে শুরু করেছিলো শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপটা বেশ দুর্দান্ত পাড় করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপটা এবার মধ্যিখানে বেশ জমিয়ে তুলেছে এই লঙ্কানরা। এ বিশ্বকাপের এক পর্যায়ে ইংল্যান্ডকে হারিয়ে বেশ ভালোই জমিয়ে তুলেছিলো শ্রীলঙ্কারা।
আসুন দেখে নেই কেমন ছিলো শ্রীলঙ্কার বিশ্বকাপ পারফরম্যান্স:
ম্যাচ: ৯
জয়: ৩
হার: ৪
ড্র: ০
কোনো ফলাফল হয়নি: ২
পয়েন্ট: ৮
দলীয় সর্বোচ্চ: ৩৩৮/৬, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, চেষ্টার লি স্ট্রিটে ( ১ জুলাই ২০১৯ )
দলীয় সর্বনিম্ন: ১৩৬/১০, ভারতের বিপক্ষে, দিবসে ( ৬ জুলাই ২০১৯ )
ম্যাচ সমষ্টি: সর্বোচ্চ: ৬৫৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, উইকেট: ১৫, ওভার: ১০০, চেষ্টার লি স্ট্রিট ( ১ জুলাই ২০১৯ )
সর্বনিম্ন: ২৭৩, নিউজিল্যান্ডের বিপক্ষে, উইকেট: ১০ ওভার: ৪৫.৩, কার্ডিফে ( ১ জুন ২০১৯ )
সর্বোচ্চ জয়: রানে: ৩৪ রানে, আফগানিস্তানের বিপক্ষে, কার্ডিফে ( ৯ জুন ২০১৯ )
সর্বোচ্চ অতিরিক্ত রান: ৩৫ রান, আফগানিস্তানের বিপক্ষে, কার্ডিফে ( ৪ জুন ২০১৯ )
শ্রীলঙ্কার এবারের বিশ্বকাপে সেরা হয়েছেন কৌশল পেরেরা। চলুন দেখে আসি কেমন ছিলো শ্রীলঙ্কার কৌশল পেরেরার পারফরম্যান্স:
ম্যাচ: ৭
ইনিংস: ৭
নট আউট: ০
রান: ২৭৩
সর্বোচ্চ: ৭৫
গড়: ৩৯.০০
স্ট্রাইক রেট: ১১০.৯৭
হাফ সেঞ্চুরি: ৩
সেঞ্চুরি: ০
বাউন্ডারি: ৩২
ওভার বাউন্ডারি: ১
শ্রীলঙ্কার বোলিং লাইনে আসে এবারে সেরা বোলার হয়েছেন শ্রীলঙ্কার সেরা বোলার লাসিথ মালিঙ্গা। চলুন দেখে নিই কেমন ছিলো শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পারফরম্যান্স:
ম্যাচ: ৭
ইনিংস: ৭
ওভার: ৬১.৪
মেইডেন: ৪
রান: ৬৭৩
উইকেট: ১৩
সেরা বোলিং ফিগার: ৪/৪৩
গড়: ২৮.৬৯
ইকোনমি: ৬.০৪
স্ট্রাইক রেট: ২৮.৪ ৫
উইকেট: ০
এবারে শ্রীলঙ্কা দলটাকে নিয়ে সকলে তেমন প্রত্যাশা করেনি। তবে দলটা বেশ ভালোই করেছে। ১০ দলের এ বিশ্বকাপে শ্রীলঙ্কার অবস্থান ৬ষ্ঠ। শ্রীলঙ্কা পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে। দলটির কিছু সিনিয়র ক্রিকেটার অবসরে যাওয়ার কারণে দলটি সাময়িকভাবে একটু ব্যাকফুটে। তবে দলটিকে পরিচর্যা করলে আশা করা যায় দলটি আবারো ভালো করবে।