https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ ছিলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ৬ষ্ঠ বিশ্বকাপ। অন্যান্য বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিলো। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য ছিলো ২০১৫ এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার মধ্যে দিয়ে। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ছিলো অনেক অভিজ্ঞ ও অনেক ধারাবাহিক। এবারের বিশ্বকাপে যাবার আগে বাংলাদেশ দলের লক্ষ্য ছিলো সেমিফাইনালে খেলা। তবে বাংলাদেশ দল সে লক্ষ্য তো পূর্ণ করতে পারেই নি তার উপর অষ্টম স্থানে থেকে শেষ করতে হয়েছে। এবারের ১০ দলের বিশ্বকাপে অষ্টম হয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ কি আদৌ অষ্টম হবার মতো ছিলো বিশ্বকাপে?
সে বিষয়ে তো আসবো তবে এ পর্যায়ে দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করলো বাংলাদেশ দল সেটা বিস্তারিত দেখে নেয়া যাক:
ম্যাচ: ৯
জয়: ৩
হার: ৫
ড্র: ০
কোনো ফলাফল হয়নি: ১
পয়েন্ট: ৭
দলীয় রেকর্ড:
দলীয় সর্বোচ্চ: ৩৩৩/৮, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, নটিংহ্যামে ( ২০ শে জুন ২০১৯ )
দলীয় সর্বনিম্ন: ২২১/১০, পাকিস্তানের বিপক্ষে, লর্ডসে ( ৫ জুলাই ২০১৯ )
ম্যাচ সমষ্টি: সর্বোচ্চ: ৭১৪, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, উইকেট: ১৩, ওভার: ১০০, নটিংহ্যামে, ( ২০শে জুন ২০১৯ )
সর্বনিম্ন: ৪৬২, আফগানিস্তানের বিপক্ষে, উইকেট: ১৭, ওভার: ৯৭, সাউদাম্পটন ( ২৪শে জুন ২০১৯ )
বড় জয়: রানে: ৬২ রানে, আফগানিস্তানের বিপক্ষে, সাউদাম্পটনে, ( ২৪শে জুন ২০১৯ )
উইকেটে: ৭ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, টনটনে ( ১৭ জুন ২০১৯ )
সর্বোচ্চ অতিরিক্ত রান: ২৬ রান , ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, টনটনে ( ১৭ই জুন ২০১৯ )
ব্যাটিং: সর্বোচ্চ রান: এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে বর্তমানে এবারের বিশ্বকাপে টপ-৩ ব্যাটসম্যানের একজন। চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো সাকিব আল হাসানের পারফরম্যান্স:
ম্যাচ: ৮
ইনিংস: ৮
নট আউট: ১
রান: ৬০৬
সর্বোচ্চ: ১২৪*
গড়: ৮৬.৫৭
স্ট্রাইক রেট: ৯৬.০৩
হাফ সেঞ্চুরি: ৫
সেঞ্চুরি: ২
ডাক: ০
বাউন্ডারি: ৬০
ওভার বাউন্ডারি: ২
সর্বোচ্চ ব্যক্তিগত রান: সাকিব আল হাসান: ১২৪ (৯৯)*, ৪=১৬, ৬=০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, টনটনে ( ১৭ই জুন ২০১৯ )
সর্বোচ্চ ব্যাটিং গড়: সাকিব আল হাসান ( ৮৬.৫৭ )
সর্বোচ্চ স্ট্রাইট রেট: মোহাম্মদ সাইফুদ্দিন: ১২০.৮৩
এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট: মোসাদ্দেক হোসেন সৈকত: ১৬২.৫০, ২৬ (১৬), ইংল্যান্ডের বিপক্ষে, কার্ডিফে, ( ৮ জুন ২০১৯ )
সর্বোচ্চ হাফ সেঞ্চুরি: সাকিব আল হাসান: ৫টি
সর্বোচ্চ বাউন্ডারি: সাকিব আল হাসান: ৬০টি
এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি: সাকিব আল হাসান: ১৬টি
সর্বোচ্চ ওভার বাউন্ডারি: লিটন কুমার দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ: ৫টি
এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারি: লিটন কুমার দাস: ৪টি
সেরা জুটি: ১৮৯ রানের, ৪র্থ উইকেটে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, টনটনে ( ১৭ জুন ২০১৯ )
সর্বোচ্চ ডাক: মোস্তাফিজুর রহমান: ২টি
বোলিং: সর্বোচ্চ উইকেট: এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান। এমনকি সকল দল মিলে সে আছেন ২য় অবস্থানে। চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো মোস্তাফিজুর রহমানের বিশ্বকাপ পারফরম্যান্স:
ম্যাচ: ৮
ইনিংস: ৮
ওভার: ৭২.১
মেইডেন: ২
রান: ৪৮৪
উইকেট: ২০
সেরা বোলিং ফিগার: ৫/৫৯
গড়: ২৪.২০
ইকোনমি: ৬.৭০
স্ট্রাইক রেট: ২১.৬
৫ উইকেট: ২ বার
সেরা বোলিং ফিগার: সাকিব আল হাসান: ৫/২৯, আফগানিস্তানের বিপক্ষে, সাউদাম্পটনে, ( ২৪ জুন ২০১৯ )।
সেরা বোলিং গড়: সৌম্য সরকার: ২২.৭৫।
সেরা ইকোনমি: মেহেদী হাসান মিরাজ: ৫.০৮।
এক ইনিংসে সেরা ইকোনমি: সাকিব আল হাসান: ২.৯০, আফগানিস্তানের বিপক্ষে, সাউদাম্পটনে ( ২৪ জুন ২০১৯ )।
সেরা স্ট্রাইক রেট: সৌম্য সরকার: ২১.০।
এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট: সাকিব আল হাসান: ১২.০০, আফগানিস্তানের বিপক্ষে, সাউদাম্পটনের বিপক্ষে ( ২৪ জুন ২০১৯ )।
সর্বোচ্চ ৫ উইকেট: মোস্তাফিজুর রহমান: ২ বার।
সবচেয়ে বেশি রান দেয়া বোলার: রুবেল হোসেন: ৯ ওভারে ৮৩ রান, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, নটিংহ্যামে ( ২০ জুন ২০১৯ ) ।
সবচেয়ে বেশি রান দেয়া বোলার: রুবেল হোসেন: ৯ ওভারে ৮৩ রান, অষ্ট্রেলিয়ার বিপক্ষে, নটিংহ্যামে ( ২০ জুন ২০১৯ )
ম্যাচ: ৮
ইনিংস: ৮
ক্যাচ: ৭
সর্বোচ্চ: ২টি
ইনিংস প্রতি ক্যাচ: ০.৮৭৫
এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: মাশরাফি বিন মর্তুজা: ২টি, ইংল্যান্ডের বিপক্ষে, কার্ডিফে, ( ৮ জুন ২০১৯ )।
সর্বোচ্চ ডিসমিশাল: মুশফিকুর রহিম: ম্যাচ: ৮, ইনিংস: ৮, ডিসমিশাল: ১০, ক্যাচ: ৮, স্টাম্পিং: ২, সর্বোচ্চ: ৩টি ( ১টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং ), ইনিংস প্রতি ডিসমিশাল: ১.২৫০।
এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিশাল: ৩টি ( ১টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং ), আফগানিস্তানের বিপক্ষে, কার্ডিফে ( ২৪ জুন ২০১৯ )।
বাংলাদেশ দল ১০ দলের মধ্যে ৮ম হয়েছে। অবশ্যই বাংলাদেশ দল ৮ম হবার মতো নয়। বাংলাদেশের এবারের বিশ্বকাপে একটা সময় মনে হয়েছিল সেমি ফাইনালে যাওয়া হবে না কিন্তু শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সম্ভাবনা বাড়ে। তবে শেষ অবধি আর বাংলাদেশ দলের সেমিতে যাওয়া হয়নি। তবে সেমিতে যেতে না পারলেও বাংলাদেশ দলের সামনে সুযোগ ছিলো ৫ম হয়ে বিশ্বকাপ শেষ করার। কিন্তু পাকিস্তানের সঙ্গে হেরে সে সুযোগ পুরো বৃথা গেলো। আর হেরে ৫ম তো বাদ ৭ম স্থানে নেমে যায় বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকা অষ্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার ফলে বাংলাদেশকে ৮ম স্থানে নেমে যেতে হয়। বাংলাদেশের উপরে থেকে শেষ করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। অবশ্যই বাংলাদেশ দল এদের থেকে যোগ্য ছিলো। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বাংলাদেশ দলকে আরো ধারাবাহিক হতে হবে। ২০২৩ বিশ্বকাপ ভারতের মাটিতে হবে, বাংলাদেশও যৌথ আয়োজক হতে পারে। তবে এশিয়ার মাটিতে খেলা বাংলাদেশ যদি তার বছরে ধারাবাহিক হতে পারে তবে অবশ্যই বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারবে। তবে বাংলাদেশের ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য।
-নাসিফুল হাসান সৌমিক