https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটি দল। পাকিস্তান দল কখন কি করে, কখন ফর্ম আসে যায় তার ঠিক নেই। পাকিস্তানকে নিয়ে প্রত্যাশা করলে অনেক সময় ব্যয় ব্যর্থ হয় আবার অনেক সময় প্রত্যাশা না করলেও দলটি সাফল্য পায়। এই তো ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কেউ ভাবতেই পারেনি যে দলটা চ্যাম্পিয়ন হবে। আবার অনেকে ২০১৭ এর এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে দেখার প্রত্যাশা করলেও তা কিন্তু হয়নি। তাই কেউই পাকিস্তানকে নিয়ে আলাদাভাবে প্রত্যাশা করে না। এবারের বিশ্বকাপেও পাকিস্তান আনপ্রেডিক্টেবল ফেভারিট তকমা নিয়ে শুরু করেছিলো। তবে কেউই পাকিস্তানকে বিশ্বকাপ জেতা কিংবা সেমিতে রাখার প্রেডিক্ট করে নি। আর পাকিস্তানের এইবারের বিশ্বকাপটা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বড় হার দিয়ে। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে মজার যে বিষয়টি হয়েছে পাকিস্তানের সঙ্গে তা হলো ১৯৯২ সালের রাউন্ড রবিন লীগে যেভাবে ম্যাচে সিরিয়ালি জয় বা হার এসেছিলো। এবারো ঠিক তেমনি হয়েছে। তবে ১৯৯২ সালে ৯ দল খেলেছিলো আর একটি দল খেলেছিলো ৮টি করে ম্যাচ। কিন্তু এবারের বিশ্বকাপে খেলেছে ১০টি দল আর প্রতি টিম খেলেছে ৯টি করে ম্যাচ। যা ১৯৯২ সালের বিশ্বকাপের সাথে কিছুটা অমিল। এবারের বিশ্বকাপে প্রথমদিকে পাকিস্তান খারাপ করলেও শেষের দিকে এসে ভালো খেলা শুরু করে এবং সেমি ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছিলো শেষ পর্যন্ত। কিন্তু ভাগ্য সহায় হয়নি। কেউ কেউ তো ১৯৯২ এর মতো মিল দেখে ধরেই নিয়েছিলো এবার পাকিস্তান চ্যাম্পিয়ন হবে। কিন্তু ভাগ্য সাথে ছিলো না পাকিস্তানের সাথে।
এবার দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স:
ম্যাচ: ৯
জয়: ৫
হার: ৪
ড্র: ০
কোনো ফলাফল হয়নি: ১
পয়েন্ট: ১১
দলীয় সর্বোচ্চ: ৩৪৮/৮, ইংল্যান্ডের বিপক্ষে, নটিংহ্যামে ( ৩ জুন ২০১৯)
দলীয় সর্বনিম্ন: ১০৫/১০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নটিংহ্যামে ( ৩১শে মে ২০১৯ )
ম্যাচ সমষ্টি: সর্বোচ্চ: ৬৮২, ইংল্যান্ডের বিপক্ষে, উইকেট: ১৭, ওভার: ১০০, নটিংহ্যামে ( ৩১শে মে ২০১৯ )
সর্বনিম্ন: ২১৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, উইকেট: ১৩, ওভার: ৩৫.২, নটিংহ্যামে ( ৩১শে মে ২০১৯ )
সর্বোচ্চ জয়: রানে: ৯৪ রানে, বাংলাদেশের বিপক্ষে, লর্ডসে ( ৫ জুন ২০১৯ )
উইকেটে: ৬ উইকেটে, নিউজিল্যান্ডের বিপক্ষে, বার্মিংহামে ( ২৬ শে জুন ২০১৯ )
সর্বোচ্চ অতিরিক্ত রান: ২০ রান, ইংল্যান্ডের বিপক্ষে, নটিংহ্যামে ( ৩ জুলাই ২০১৯ )
পাকিস্তানের এবারের বিশ্বকাপে সেরা ব্যাটসম্যান ছিলেন বাবর আজম। চলুন দেখে নেই কেমন ছিলো বাবর আজমের পারফরম্যান্স:
ম্যাচ: ৮ ইনিংস: ৮ নট আউট: ১ রান: ৪৭৪ সর্বোচ্চ: ১০১* গড়: ৬৭.৭১ স্ট্রাইক রেট: ৮৭.৭৭ হাফ সেঞ্চুরি: ৩ সেঞ্চুরি: ১ বাউন্ডারি: ৫০ ওভার বাউন্ডারি: ২
পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টে এবার সেরা বোলার ছিলেন মোহাম্মদ আমির। চলুন দেখে নেই কেমন ছিলো পাকিস্তানের পারফরম্যান্স:
ম্যাচ: ৮
ইনিংস: ৮
ওভার: ৭৩
মেইডেন: ৫
রান: ৩৫৮
উইকেট: ১৭
সেরা বোলিং ফিগার: ৫/৩০
গড়: ২১.০৫
ইকোনমি: ৪.৯০
স্ট্রাইক রেট: ২৫.৭
৫ উইকেট: ১ বার
ভালো খারাপ মিলিয়েই পাকিস্তান দল কারণ দলটা যে আনপ্রেডিক্টেবল। তবে বলতে গেলে এবারের বিশ্বকাপে পাকিস্তান ছিলো সফল। ১০ দলের এই বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান ৫ম। সেমিফাইনালে খেলে ৪টি দল একটু এদিক ওদিক হলে হয়তো সেমিতে যেতে পারতো। তবে ভাগ্য সহায় হয়নি। ভবিষ্যতে পাকিস্তান কেমন করবে না করবে এটা ভবিষ্যতে তুলে রাখাই উত্তম।
-নাসিফুল হাসান সৌমিক