নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হার্ট অ্যাটাক করা তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শারীরিক জটিলতা কাটাতে কিছুটা সময় লাগবে। মঙ্গলবার দুপুরে তামিমকে দেখতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর ও হৃদ্রোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। তারা জানান, কেপিজে হাসপাতালেই তামিমকে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যবেক্ষন করা হবে। তারপর পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানাস্তর করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল সোমবারই। হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।
তামিমকে নরমাল কাজে ফিরে যাওয়ার জন্য তামিমকে অন্তত তিন মাস সময় দিতে হবে। এর মধ্যে বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে হবে সপ্তাহখানেক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জানান তামিমের অবস্থা আগের চেয়ে ভালো। তবে রিস্ক আছে। স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক এ সময় আরও বলেন, ‘তামিমের অবস্থা এখন আশাবাদী। তবে রিস্ক আছে। এরকম অবস্থায় ৪৮ থেকে ৭২ ঘন্টার পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হয়। ফলে এখন মুভ করা রিস্কি। এখন তার এখান থেকে যাওয়া নিরাপদ না। তবুও তিনি থাকবেন কি থাকবেন না, তা তামিম ও তার পরিবারের বিষয়। সবাই চায় ভালো চিকিৎসা নিতে। আর আমরাও হাসপাতাল ঘুরে দেখেছি, এখানে ভালো চিকিৎসা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী কথা বলে। জানান এমন পরিস্থিতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাও শঙ্কা তৈরি করবে। কথাবার্তা একটু কম বলে, বিশ্রামে থাকা উচিত। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী বলেছেন, ‘৪৮ থেকে ৭২ ঘন্টা একটা ক্রিটিক্যাল টাইম । এই সময় কথাবার্তা একটু কম বলা, বিশ্রামে থাকা উচিত। ক্রিটিকাল সময় টা এখানে এস্টাবল করে এরপর তিনি যদি আরো ভালো কোন জায়গায় যেতে চান তবে যেতে পারবেন।’
মঙ্গলবার দুপুরে তামিম ইকবাল তার ফেসবুকে স্ট্যাটিাস দিয়ে জানান আগের চেয়ে ভালো আছেন তিনি। এই দু:সময়ে সময়ে তার পাশে যারা ছিল সবার প্রতি কৃতজ্ঞতা জানান তামিম। এদিকে অসুস্থ তামিম ইকবালকে দেখতে সঙ্গলবার হাসপাতালে ছুটে যান সাকিব আল হাসানে বাবা ও মা। তামিমের সঙ্গে দেখা করেন তারা। এসময় তারা তামিমের জন্য সবার কাছে দোয়া চান।
আরএ/নিউজক্রিকেট২৪