সবুজ দাস »
বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। সদ্যই জিতেছেন সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল। গেল মাসে নেপালের বিপক্ষে দুই গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারকা এই ফুটবলার৷ নিজে ফুটবলার হলেও একইসাথে পছন্দ করেন ক্রিকেট। এই মুহুর্তে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের প্রতি চাওয়া-পাওয়া, নিজের পছন্দের ফরম্যাট এবং নানা বিষয় নিয়ে নিউজ ক্রিকেট টোয়েন্টিফোরের সাথে কথা বলেছেন কৃষ্ণা রানী সরকার। তারই কিছু অংশ তুলে ধরা হলো পাঠকদের উদ্দেশে-
নিউজ ক্রিকেট: ফুটবলের মানুষ হয়েও ক্রিকেট কতটা পছন্দ করেন?
কৃষ্ণা: ক্রিকেট ভালো লাগে। টেস্ট, ওডিয়াই খুব বেশি দেখা হয়না। তবে টি-টোয়েন্টি দেখি।
নিউজ ক্রিকেট: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে?
কৃষ্ণা: বাংলাদেশ টি-টোয়েন্টিতে বেশ কিছুদিন ধরে ভালো রেজাল্ট করতে পারছে না। তবে বিশ্বকাপ মিশন যেহেতু জয় দিয়ে শুরু হয়েছে। আমার বিশ্বাস ভালো কিছুই হবে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে বাংলাদেশ।
নিউজ ক্রিকেট: আপনারা যখন চ্যাম্পিয়ন হলেন তখন তামিম, সাকিব, মুশফিকসহ অনেক ক্রিকেটাররাই অভিনন্দন জানিয়েছিলো। কেমন ছিলো সেই অনুভূতি?
কৃষ্ণা: সত্যিই ভাইয়াদের অভিনন্দন আমাদের অনেক অনুপ্রাণিত করেছিল৷ তারা আমাদের সাপোর্ট করেছে। সেইদিনটা অনেক আনন্দের ছিলো।
নিউজ ক্রিকেট: মাঠে বসে কখনো সরাসরি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা হয়েছে?
কৃষ্ণা: না এখনও দেখা হয়নি। মিরপুরে আমার খুব একটা যাওয়া হয়না। বেশিরভাগ সময়ই ফুটবলের ক্যাম্প নিয়ে ব্যস্ত থাকি। তবে ইচ্ছে আছে মাঠে বসে বাংলাদেশের ম্যাচ দেখার।
নিউজ ক্রিকেট: আপনার টিমে ক্রিকেট সবচেয়ে পছন্দ করে কে?
কৃষ্ণা : তেমন ঐভাবে কেউ পছন্দ করে না৷ তবে আমার মনে হয় আমিই একটু বেশি পছন্দ করি ও ক্রিকেট বুঝি। টি-টোয়েন্টি ক্রিকেটই বেশি দেখা হয়।
নিউজ ক্রিকেট: ফুটবল তো আপনাকে দুহাত ভরে দিয়েছে, কখনো কি মনে ক্রিকেটার হওয়ার বাসনা জেগেছে?
কৃষ্ণা: আসলে ফুটবলেও আমার হঠাৎ করেই আশা। জানতামই না যে মেয়েদের ফুটবল খেলা এত বড় পরিসরে হয় বা আমরা খেলবো। না ক্রিকেট নিয়ে ঐরকম চিন্তা কখনো আসেনি। তবে সুযোগ হলে ক্রিকেট খেলি ভালো লাগে।
নিউজ ক্রিকেট: সবশেষে বাংলাদেশ দলের উদ্দেশ্যে কি বলবেন?
কৃষ্ণা: শুভকামনা রইলো বাংলাদেশ দলের জন্য। আশা করি ভালো কিছু হবে