কৃতিত্ব আছে কোচিং স্টাফদেরও

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

একটা সময় বিশ্বকাপে খেলাটাই স্বপ্নের মত ছিল বাংলাদেশ দলের। কোনোমতে অংশগ্রহণ করেই নিজেদের স্বপ্ন পূরণ হবে বলে ভাবা হতো। আর সাথে যদি দুয়েকটা ম্যাচ জেতা যায় তাহলে তো আরও ভালো।

বর্তমানে বাংলাদেশ দলের নেই সেই অবস্থা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে আসার পর এবারের বিশ্বকাপে সেমি ফাইনাল খেলার কথা মাথায় রেখেই ইংল্যান্ডে পাড়ি জমায় টাইগাররা। নিজেদের পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান এখন টেবিলের পাঁচ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো পয়েন্ট থাকতে পারতো আরও এক বেশি।

বদলে যাওয়া বাংলাদেশের গল্প লেখক শুধুই যে ক্রিকেটাররা এমন নয়। ক্রিকেটারদের শাণিত করে তৈরি করা এবং সেই অবস্থা টিকিয়ে রাখার কাজটা মূলত করে থাকেন দলের কোচরা। বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে বর্তমানে রয়েছেন স্টিভ রোডস। অন্যদিকে পেস বোলিংয়ে কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিংয়ে সুনিল যোশি আর ব্যাটিংয়ের দায়িত্বটা দেখেছেন নেইল ম্যাকেঞ্জি। উইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব তাই কৃতিত্ব দিলেন দলের কোচিং স্টাফদেরকেও।

সাকিব বলেন, ‘কোচিং স্টাফকে কৃতিত্ব দেয়া উচিত। আগে অনেকসময় ড্রেসিং রুম প্যানিকড হয়ে যেত। কিন্তু এখন সেটা হয় না। এখন সবাই রেডিও শুনে, কথা বলে। মনেই হয় না কেউ টেনশনে আছেন।

‘এটা আসলে অনেকটা ছোঁয়াচে জিনিসের মতই। একজন একটু ভিতু সন্ত্রস্তস হলে বাকিরাও হয়ে যায়। এটা (কোচিং স্টাফদের মানসিক সমর্থন) অনেক বড় কারন সফলভাবে বড় লক্ষ্য তাড়া করার।’  

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »