কুয়াশার কারণে বল দেখতে পাচ্ছিলেন না রিয়াদ

ডেস্ক রিপোর্ট »

গতকাল রাতে রাজধানী ঢাকা যেন রূপ নিয়েছিল মনোরম সুন্দর্যের সাজেকে, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিলো পুরো শহর। এমন কুয়াশার মধ্যে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপের খুলনা – চট্রগ্রাম এর রোমাঞ্চকর ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে গিয়ে বন্দরনগরীর দলটির বিপক্ষে হেরেছে সাকিব – রিয়াদের খুলনা।পরাজয়ের কারণ হিসেবে কুয়াশাকে দায়ী না করলেও খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার হতাশা প্রকাশ করেছেন গণমাধ্যমে।

গতকাল সন্ধ্যার পরে থেকেই ঢাকার আকাশে দেখা যায় কুয়াশার আনাগোনা, সময়ের সাথে সাথে বাড়তে থাকে কুয়াশাও। একটা সময় কুয়াশার কারণে বল দেখাই যাচ্ছিলো না, এই সমস্যায় পরতে হয়েছে ক্রিকেটারদেরও। সেই কথাই ফুটে উঠলো খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে, তার মতে শেষ দিকে বলই দেখতে পাচ্ছিলেন না তারা।

ম্যাচ হারের জন্য ভাগ্যকে দায়ী করে রিয়াদ বলেন, ‘আমার মনে হয় কাউকে দোষারোপ করার কিছু নেই। ভালো খেলেও দুর্ভাগ্যবশত আমরা পরাজিত দলে। আল আমিনের পরিকল্পনা ছিল উইকেটের ভেতরে স্লো-লেগ কাটার করা। এমন পরিস্থিতিতে আসলে যে কেউ জিততে পারে। আপনি কীভাবে চাপ সামলাচ্ছেন সেটার উপরই নির্ভর করে।’

ম্যাচে কুয়াশার প্রভাব নিয়ে বলতে গিয়ে রিয়াদ বলেন, শেষ ২-৩ ওভারে আমি বলই দেখতে পাচ্ছিলাম না। তবে ভালো ম্যাচ ছিলো, অসুবিধা নেই!’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »