কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সে তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৭ম আসরে খুলনা টাইটান্সের জার্সিতে মাঠ মাতাবেন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল।
গত দুই আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতানো দেশসেরা এই ওপেনারের সাথে কুমিল্লা ফ্র‍্যাঞ্চাইজির সম্পর্কটা ভাল যাচ্ছে না, আর তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বিদায় বলে খুলনা টাইটান্সের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তামিম।

বিপিএলের ৬ আসর শেষে সর্বোচ্চ রানের মালিক তামিম। ৫৭ ইনিংসে ১২৩.৮১ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ১৮২৫ রান। নামের পাশে আছে ১৬টি অর্ধশতক ও ১টি শতক। একমাত্র শতকটি করেন ফাইনালের মঞ্চে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।আর এই শতকের কল্যানে দ্বিতীয় বারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা।

এখন পর্যন্ত বিপিএল ইতিহাসের ৬ আসর মিলিয়ে তামিম খেলেছেন চারটি ফ্র‍্যাঞ্চাইজির হয়ে।
চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস,দুরন্ত রাজশাহী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভিন্ন ভিন্ন আসরে মাঠ মাতিয়েছেন দেশসেরা এই ওপেনার।সবকিছু ঠিক থাকলে বিপিএলের ৭ম আসরে টাইটান্সের জার্সিতে মাঠে দেখা যাবে তামিমিকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »