নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিময়ার লিগ বিপিএলের এবারে মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর সিলেট স্টাইকার্সকেও ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।
মিরপুরে সন্ধ্যা টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম আর সৌম্য সরকারের ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৬১ রান করে ফরচুন বরিশাল। মুশফিক ৪৪ বলে ৬২ ও সৌম্য ৩১ বলে ৪২ রান করে। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৯ রান। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেনি। কুমিল্লার মুস্তাফিজুর রহমান ৩টি, রোস্টন চেজ ও ম্যাথু ফোর্ড ২টি করে এবং খুশদিল শাহ ১টি উইকেটে নেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ১৭, অধিনায় লিটন দাস ১৪, তাওহিদ হৃদয় ০ আর চেস ১৩ রান করে আউট হলে ৮১ রানে ৪ উইকেট হারায় কুমিল্লা। ইমরুল কায়েস একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে রানের চাকা সচল রাখেন। ৪১ বলে ৫১ রান করে আউট হন তিনি। এরপর এক বল হাতে রেখে ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তুলে জয় নিশ্চিত করে কুমিল্লা।
এর আগে দিনের প্রথম ম্যাচে টস রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পেড়ে যায় সিলেট। এরপর দুই বিদেশি বেনি হাউয়েল ও বেন কাটিংয়ে ব্যাটে ভর করে ৮ উইকেটে ১২০ রানের সম্মানজনক স্কোর পায় সিলেট। হাউয়েল ও কাটিং দুজনেই ৩৭ রান করেন। রংপুরের মেহেদি হাসান ও রিপন মন্ডল ২টি কনে উইকেট নেন্।
জবাবে ব্যাট করতে নেমে সিলেটের মতো রংপুরও ৩৯ রানে ৬ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। এরপর পাকিস্তানের বাবর আজম আর আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ে দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলে জয় নিশ্চিত করে রংপুর। বাবর ৪৯ বলে ৫৬ ও ওমরজাই ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। সিলেটের দুশান হেমান্থা ৩টি উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ