মারুফ ইসলাম ইফতি »
চলমান বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে আসরের অন্যতম হট ফেভারিট ঢাকা প্লাটুন।
আসরের ৬ষ্ঠ ও দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কুমিল্লা ওয়ারিয়ার্সকে ২০ রানে হারিয়ে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা প্লাটুন শিবিরে।ইনিংসের প্রথম বলে আফগান স্পিনার মুজিবের শিকার এনামুল হক বিজয়।এরপর মাহেদি হাসানের সাথে ২৬ রানে জুটি করে প্রথামিক বিপর্যয় সামাল দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দলীয় ২৬ ও নিজের ব্যক্তিগত ১৭ রানে মাহেদির বিদায়ের পর উইকেটে আসেন অভিজ্ঞ লরি ইভান্স।
এরপরের গল্পটা শুধুই তামিম ইকবালের। লরি ইভান্সের যোগ্য সঙ্গ পেয়ে খোলস ছেড়ে বের হয়ে এসে কুমিল্লার বোলারদের উপর চওড়া হতে থাকেন তামিম।
চতুর্থ উইকেট জুটিতে লরি ইভান্সের সাথে ৭৫ রানের দারুণ একটি জুটি করে দলের বিপর্যয় কাটিয়ে উঠেন তামিম।৭৫ রানের এই জুটিতে মাত্র ২৩ রান আসে লরি ইভান্সের ব্যাট থেকে। এরপর লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরারার সাথে ৪৮ রানের জুটি করে দলকে নিরাপদ একটি অবস্থানে রেখে এসে নিজের ব্যক্তিগত ৭৪ রানে আউট হয়ে ফিরে যান তামিম। ৭৪ রানের দুর্দান্ত এই ইনিংসটি খেলতে তামিম মোকাবেলা করেছেন মাত্র ৫৩ বল। ছয়টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৯.৬২ স্ট্রাইকরেটে ৭৪ রানের কার্যকরী এই ইনিংসটি খেলেন তিনি।
শেষ দিকে কুমিল্লার বোলারদের উপর ছোটখাটো একটি ঝড় বইয়ে দিয়ে ১৭ বলে অপরাজিত ৪২* রানের দারুণ একটি কেমিও খেলে দলের সংগ্রহ ১৮০ তে নিয়ে যান লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে দাসুন সানাকা ও সৌম্য সরকার দুটি করে উইকেট লাভ করেন।
১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা প্লাটুনের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি প্রথম ম্যাচে জয় পাওয়া কুমিল্লার ব্যাটসম্যানরা।মাঝে ডেভিড মালান,সৌম্য সরকার ও রাজপাক্সা ব্যাট হাতে জয়ের সম্ভাবনা তৈরি করলেও ঢাকা প্লাটুনের দুর্দান্ত বোলিং লাইনআপের কাছে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয় গত আসরের চ্যাম্পিয়নদের।মুলত এক থিসারা পেরেরার কাছে অসহায় আত্মসমার্পণ কুমিল্লার ব্যাটসমানদের। ৪ ওভার বল করে ৩০ রান খরচায় ৫ উইকেট তুলে নেন থিসারা পেরেরা।
যার কল্যানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কুমিল্লার ইনিংস। ফলে ২০ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কাগজে কলমে আসরের অন্যতম হট ফেভারিট ঢাকা প্লাটুন। ব্যাট হাতে ১৭ বলে ৪২* ও বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছে ঢাকা প্লাটুনের লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।
স্কোরকার্ড:
ঢাকা প্লাটুন: ১৮০-৭ (২০)
তামিম ৭৪ পেরেরা ৪২*
সৌম্য সরকার: ৪-০-৩৯-২
কুমিল্লা ওয়ারিয়ার্স: ১৬০-৯ (২০)
মালান ৪০* সৌম্য ৩৫
পেরেরা: ৪-০-৩০-৫
ফলাফল: ঢাকা প্লাটুন ২০ রানে জয়ী।