কুমিল্লা ওয়ারিওয়র্সের পরিচালক দুর্জয়, রংপুরে আকরাম, খুলনায় সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট আজ রবিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। প্লেয়ার ড্রাফটের আগে চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের ক্যাটাগরি ও ভিত্তি মূল্য। এদিকে বঙ্গবন্ধু বিপিএলে সাত দলের জন্য সাত পরিচালক নির্ধারণ করেছে বিসিবি।

জানা গেছে, ঢাকা প্লাটুনের পরিচালক হচ্ছেন বিসিবি পরিচালক গাজী গোলাম মোর্তজা। এই ফ্র‍্যাঞ্চাইজির স্পন্সর যমুনা ব্যাংক।

কুমিল্লা ওয়ারিওয়র্সের পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবি পরিচালক ও নির্বাচক নাঈমুর রহমান দুর্জয়। সিলেট থান্ডার্সের পরিচালক হিসেবে বিসিবি পরিচালক তানজীল চৌধুরী দায়িত্ব পাচ্ছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে পরিচালক হচ্ছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। খুলনা টাইগার্সের পরিচালক হচ্ছেন বিসিবির পরিচালক ও ঢাকা ডায়নামাইটসের সাবেক কোচ খালেদ মাহমুদ সুজন, রাজশাহী রয়্যালসের হয়েছেন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, রংপুর রেঞ্জার্সর পরিচালক হয়েছেন বিসিবির পরিচালক আকরাম খানরা।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে আছেন দেশি-বিদেশি মোট ৬২০ জন ক্রিকেটার। ড্রাফটে এ প্লাস ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটার আছেন চার জন এবং বিদেশি ক্রিকেটারদের সংখ্যা এগার জন। দেশীয় এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ লাখ টাকা করে। বিদেশী এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১ লাখ ডলার করে।

বঙ্গবন্ধু বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে আছেন, মাশরাফী মিন মোর্ত্তজা, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। বিদেশীদের মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন- শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, রাইলি রুশো, গেইল ও ডোয়াইন স্মিথ।

দেশীয় বাকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ২৫ লাক্ষ, বি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১৮ লাক্ষ, সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১২ লাক্ষ এবং ডি ও ই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য যথাক্রমে ৮ লাক্ষ ও ৫ লাক্ষ টাকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »