নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেন কুপারের ৫৬ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পায় নেদারল্যান্ডস।
এই জয়ে ৩ ম্যাচে এক জয় এবং এক ড্র এর বিনিময়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সবার উপরে আয়ারল্যান্ড।
শুরুতেই টস জিতে ব্যাটিং এ নেমে ঝড়ো শুরু করেন দুই আইরিশ ওপেনার কেভিন ও’ব্রায়েন এবং গ্যারেেথ ডিলানি। দলীয় ২৪ রানে গ্যারেথ ডিলানি ব্রেন্ডন গ্লোভারের বলে আউট হলে বেশীক্ষন মাঠে থাকতে পারেননি কেভিন ও’ব্রায়েনও। দলীয়, ৪৯ রানের মাথায় তাকেও ফেরান ব্রেন্ডন গ্লোভার। ব্যাক্তিগত ৩০ রান করে আউট হন কেভিন ও’ব্রায়েন।
৪৯ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে ৭৯ রানের জুটি গড়েন আন্দ্রে বালবারনে এবং হ্যারি ট্যাকটর। দলীয় ১২৮ রানে এই জুটি ভাঙেন অধিনায়ক পিটার শিলার।
শিলার আউট হয়ে গেলে উইলসন এবং মার্ক আডিয়ারকে নিয়ে ছোট ছোট জুটি গড়ে দলকে দেয় ১৮১ রানের র লড়াকু সংগ্রহ।
জবাবে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন ডাচ ওপেনার তবিয়াস ভিসে। মার্ক আদিয়ারের বলে থার্ড ম্যানের উপর দিয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড আউটের স্বীকার হস ভিসে।
প্রথম বলেই ভিসে আউট হলেও অপর ওপেনার ম্যাক্স ওদুড এবং বেন কুপার মিলে ১৪৪ রানের পাহাড়সম জুটি গড়েন। ১৫.১ বলে ম্যাক্স উড আউট এবং এক বল পরে এন্টোনিয়াস স্টাল ও আউট হন। ব্যাক্তিগত ৪ রান করে অধিনায়ক পিটার শিলার আউট হয়ে গেলেও জয় পেতে কোন সমস্যা হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করে অপরাজিত বেন কুপার।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১৮১/৭
হ্যারি ট্যাকটন, ৬০(৪০), আন্দ্রে বালবারনে করেন ৪৫ (২৬)
ব্রেন্ডন গ্লোভার ৪-০-১৯-২, স্নাটার ৪-০+৪১-২.
নেদারল্যান্ডসঃ ১৮৩/৪ (১৯.১)
বেন কুপার ৯১(৫৬), ম্যাক্স ওদুদ ৬৯ (৪৫)
জর্জ ডকরেল ৩.১-০-২৩-৩, মার্ক আডিয়ার২-০-১৩-১।
ফলাফলঃ- নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ বেন কুপার।