ক্রীড়া প্রতিবেদক »
ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক। শুরুটা মন্দ হয়না বাংলাদেশের। দলীয় ১৫ রানেই শিখর ধাওয়ান কে হারায় ভারত। তিনে ব্যাট করতে আসা বিরাট কোহলির সহজ ক্যাচ ছাড়ে লিটন।
শুরুতে দেখেশুনে খেললেও থিতু হয়ে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন ভারতীয় ওপেনার। ৪৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।৮৫ বলে তুলে নেন কয়ারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৯৭ বলে ১২৭ রানে অপরাজিত আছেন এখন।
ভারতের সংগ্রহ ২৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮৫ রান। কোহলিও রয়েছেন হাফ সেঞ্চুরির পথে। সেঞ্চুরির পরে ব্যাট হাতে আরো চড়া হন ইশান কিষান।