কিশানের সেঞ্চুরিতে হায়দরাবাদের উড়ন্ত সূচনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিততে হলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসাতে হতো রাজস্থান রয়্যালসকে। শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়তে পারেনি রাজস্থান। রিয়ান পরাগের দলকে ৪৪ রানে হারিয়ে আইপিএল ২০২৫ আসরে শুভসূচনা করেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।

রাজীব গান্ধী আর্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদের উদ্বোধনী জুটিতে ৪৫ রান আসে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ব্যাট থেকে। অভিষেক ১১ বলে ২৪ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে হেডের সাথে ৩৯ বলে ৮৫ রানের জুটি গড়েন ইশান কিশান। ২১ বলে ফিফটির দেখা ফিফটির দেখা পান হেড। ৩১ বলে ৬৭ রান করে হেড আউট হলে ভাঙ্গে এই জুটি।

নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে তৃতীয় উইকেটে ২৯ বলে ৭২ রানের জুটি গড়েন কিশান। ২৫ বলে ফিফটি কিশান তুলে নেন। নিতিশ ১৫ বলে ৩০ রান করে আউট হন। হেনরি ক্লাসেনের সঙ্গে ২৫ বলে ৫৬ রানে জুটি গড়েন কিশান। ক্লাসেন ১৪ বলে ৩৪ রান করে আউট হন। ঝড়ো গতির তিনটি পঞ্চাশো্র্ধ রানের জুটিতে হায়দ্রাবাদের স্কোর আড়াই ছাড়িয়ে যায়।কিশানও সেঞ্চুরির দিকে এগিয়ে যান। ৪৫ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন কিশান। ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ। কিশান ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের তুষার দেশপান্ডে ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওভারপ্রতি রান রেটের সাথে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা চালায় ৪ ওভারে ৫০ রানে ৩ উইকেট হারায় রাজস্থান। তৃতীয় উইকেটে সানজু স্যামসন ও ধ্রভ জুরেল ৬০ বলের ১১১ রানে জুটি গড়েন। স্যামসন ২৬ ও জুরেল ২৮ বলে ফিফটির দেখা পান।

স্যামসন ৩৭ বলে ৬৬ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। স্যামসন আউট হওয়ার পরের বলেই জুরেল ৩৫ বলে ৭০ রান করে আউট হন। তবে ম্যাচ থেকে ছিটকে যায় রাহস্থান। শিমরন হেটমায়ার ও শিভম ডুবে ষষ্ঠ উইকেট জুটি ৩৪ বলে ৮০ রানের জুটি গড়েন যেটা পরাজয়ের ব্যবধান কমায়। হেটমায়ার ২৩ বলে ৪২ রান করে আউট হলেও ডুবে ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস। হায়দরাবাদের সামারজিত ও হারশাল ২টি করে উইকেট নেন।

 

আরএ /নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »