কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে ছিলো না : রোহিত শর্মা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল বাংলাদেশের কাছে হেরে ৩ ম্যাচের টি২০ সিরিজে ১-০ তে পিছিয়ে পরেছে ঘরের মাঠের অপ্রতিরোধ্য দল ভারত। যদিও সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলিসহ অনেক অভিজ্ঞ প্লেয়ার ছিলেন না টি২০ দলে, তবুও তরুন নির্ভর দল নিয়েও বেশ শক্তিশালী ছিলো ভারতীয় একাদশ।

মাঠের কিছু সিদ্ধান্তও তাদের পক্ষে ছিলোনা বলে মনে করেন রোহিত। রিভিউ এর ভুল সিদ্ধান্ত, কুর্নাল পান্ডিয়ার ক্যাচ মিস থেকে শুরু অনেক কিছুই ভারতকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে।

১৪৮ রানের পুঁজি যথেষ্ট ছিলো কিনা এর জবাবে রোহিত শর্মা বলেন, ‘ ১৪৮ রান যথেষ্ট ছিলো। আমরা যদি মাঠে স্মার্ট ক্রিকেট খেলতাম তাহলে তাদের আটকে রাখা সম্ভব ছিলো। আমাদের কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছিয়েছে।’

তিনি আরও বলেন, আমরা শুরুর ওভারেই উইকেট হারিয়েছি। আপনি যখন প্রথম ওভারেই উইকেট হারাবেন তখন ইনিংস গড়া সহজ হয়না। পিচটা নরম ছিলো৷ শর্টস খেলা সহজ ছিলোনা। আমাদের মেসেজ ছিলো, আগে ব্যাটিং করলে ১৪০-১৫০ এর আশেপাশে স্কোর করবো।

তবে এসবের মাঝেও বাংলাদেশ দলের প্রশংসা করার কথা বলতে ভুলে যায়নি ভারতীয় অধিনায়ক৷ তিনি বলেন, ‘ যেকোন দলের জন্যই ম্যাচ জিতে শুরু করা দারুণ সূচনা। আমি আগেও বলেছি, বাংলাদেশ অঘটন ঘটায় না। তারা যেকোন দলকেই হারিয়ে দিতে পারে৷ আমরা মেনে নিচ্ছি, আমরা ভালো খেলিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »