https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ইনিংসের ৪ বল বাকি থাকতে সব কয়টি উইকেটে হারিয়ে ২৪৪ রানের মাঝারী সংগ্রহ পেয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন দুই ওপেনার সৌম্য এবং তামিম কেউই জ্বলে উঠতে পারেননি। দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ২৪ রান করে তামিম ফিরে গেলে থিতু হতে পারেননি সৌম্য সরকারও। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড করেন ম্যাট হেনরি। তৃতীয় উইকেট জুটিতে সাকিব-মুশফিক গত ম্যাচের মতই জুটি বাধার চেষ্টা করেন। দুজন মিলে ৫০ রান তুলতেই ভুল বুঝাবুঝি হয়ে রান আউটে কাটা পরেন মুশফিক। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ১৯ রান। অন্যদিকে বিশ্বকাপে টানা দুই ফিফটি হাঁকিয়ে ৬৮ বলে ৬৪ রানে বিদায় নেন সাকিবও। তবে এরপর মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানই তাদের রানসংখ্যা ত্রিশের কোটা পার করতে পারেননি। শেষের দিকে সাইফউদ্দিনের ২৩ বলে ২৯ রানে ক্যামিওতে ইনিংসের ৪ বল বাকি থাকতে বাংলাদেশ দল অলআউট হয় ২৪৪ রানে।
বল হাতে ম্যাট হেনরি একাই নেন ৪ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট ২টি, ফার্গুসেন ১টি, গ্র্যান্ডহোম ১টি এবং স্যান্টনার নেন ১টি করে উইকেট।